ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৩ পাচ্ছেন বেগম আকতার কামাল

প্রকাশিত: ০৫:৫১, ২৬ নভেম্বর ২০১৬

অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৩ পাচ্ছেন বেগম আকতার কামাল

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৩’ পাচ্ছেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক বেগম আকতার কামাল। আগামী ৩ ডিসেম্বর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে তাকে এ পুরস্কার দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল। বর্তমানে বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্বরত। জন্ম চট্টগ্রাম শহরে। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘বিষ্ণু দের কবিমানস ও কাব্য’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রী অর্জন করেন। অধ্যাপক বেগম আকতার কামাল বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য ও গবেষণায় উল্লেখযোগ্য একটি নাম। তার প্রবন্ধে নিজস্ব একটা সৃজনী আছে, যে কারণে সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে সহজেই তাকে আলাদা করে চিহ্নিত করা যায়। কবিতা নিয়ে বাংলাদেশে প্রতিনিধিত্বশীল কাজ করেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে : বিষ্ণু দের কাব্য : পুরাণ প্রসঙ্গ, মুক্তধারা, ১৯৭৭; মাহমুদা খাতুন সিদ্দিকা (জীবন ও সাহিত্যকৃতির মূল্যায়ন), বাংলা একাডেমি ১৯৮৭; বিষ্ণু দের কবিস্বভাব ও কাব্যরূপ, বাংলা একাডেমি ১৯৯২; আধুনিক বাংলা কবিতা ও মিথ, মাওলা ব্রাদার্স ১৯৯৯; বিশ্বযুদ্ধ জীবন ও কথাশিল্প, নিউএজ পাবলিকেশন্স ২০০০; কবিতার নান্দনিকতা : প্রাচীন ও মধ্যযুগ, প্যাপিরাস ২০০৫; কবির উপন্যাস, ঐতিহ্য ২০০৭; মহাবিদ্রোহের আখ্যানতত্ত্ব ও কথাশিল্প, ধ্রুবপদ ২০১০; কবির চেতনা চেতনার কথকতা, ধ্রুবপদ ২০১৩, রবীন্দ্রনাথ যেথায় যত আলো, অবসর ২০১৩; শামসুর রাহমানের কবিতা : অভিজ্ঞান ও সংবেদ, কথাপ্রকাশ ২০১৪; জীবনানন্দ : কথার গর্বে কবিতা, কথাপ্রকাশ ২০১৫। সম্পাদনা : বুদ্ধদেব বসু, নির্বাচিত প্রবন্ধসমগ্র, অবসর ২০১৩; বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালোচনাতত্ত্ব, অবসর ২০১৪।
×