ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বাউল উৎসব

প্রকাশিত: ০৫:৫১, ২৬ নভেম্বর ২০১৬

জয়পুরহাটে বাউল উৎসব

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ ‘আমি চাইলাম যারে-তারে পাইলাম না তারে’, ‘মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি’- এমন মধুর দেহতত্ত্ব¡ বাউল গানের মধ্য দিয়ে সোমবার জেলার ক্ষেতলাল উপজেলার জিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বাউল উৎসব। সহস্রাধিক নারী-পুরুষ এবং শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ বাউল উৎসবে জেলার ৬৮ জন বাউল ৭টি ভাগে ভাগ হয়ে হৃদয় ছোঁয়া দেহতত্ত্বের গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পকলা একাডেমির আয়োজনে কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে বক্তব্য রাখেন ডিডিএলজি মোহাম্মদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, ক্ষেতলাল নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, আক্কেলপুর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ। বাউল উৎসবে বাউল তোয়াক্কেল হোসেন, আব্বাস আলী, জুলেখা বেগমসহ অন্যান্য বাউলের দেহতত্ত্বে¡র গানের মূর্ছনায় প্রত্যন্ত গ্রামের মানুষরা যেন জেগে ওঠে। অজপাড়াগাঁয়ের জিয়াপুর গ্রামে এমন অনুষ্ঠানের মাধ্যমে জেলায় বাউল গানের প্রসার ঘটবে বলে আয়োজকরা অভিমত প্রকাশ করেছেন।
×