ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হারিয়ে যাচ্ছে...

প্রকাশিত: ০৫:৫০, ২৬ নভেম্বর ২০১৬

হারিয়ে যাচ্ছে...

নীল তিমির পরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আলাস্কার কালো বোহেড তিমি। প্রায় ৬০ ফুট লম্বা, ১২ ফুট পর্যন্ত উচ্চতার এবং কমপক্ষে ৭০ টন ওজনের এ প্রজাতির তিমির ধনুকের মতো লম্বা মাথার খুলি ও বৃহত্তম মুখ থাকায় এদের বোহেড তিমি বলা হয়। আলাস্কার আর্কটিক সাগরে বাস করে বলে বোহেড তিমিকে আর্কটিক তিমিও বলা হয়। বর্তমান মাত্র ৮ হাজার তিমি এখন টিকে আছে এর মূল আবাসস্থল আলাস্কার পূর্ব আর্কটিকে। যেখানে ২০০১ সালের গণনায় পাওয়া গিয়েছিল ১৪ হাজার ৪০০টি আর ২০০৮ সালে ছিল ১০ হাজার ৫০০টি। গ্রীনল্যান্ড উপকূলেও এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে দশের কোটায় নেমে গেছে, যেখানে ২০০৬ সালেও ছিল ১ হাজার ২০০টি। -ওয়েবসাইট
×