ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বানর যখন ধাত্রী

প্রকাশিত: ০৫:৫০, ২৬ নভেম্বর ২০১৬

বানর যখন ধাত্রী

কয়েক দশক ধরে পর্যবেক্ষণের পর সোনালি রংয়ের বানরকে অন্য একটি নারী বানরের সহায়তায় দিনের বেলায় প্রসব করতে দেখেন গবেষকরা। গবেষকরা জানান, পাঁচ মিনিটের মতো সময় লাগে প্রসব প্রক্রিয়ায়। আরও দেড় ঘণ্টা পর্যন্ত প্রসবপরবর্তী প্রসূতিসেবা কার্যক্রম দেখা গেছে তাদের মধ্যে। গবেষক দলের সদস্য চীনা প্রাণিবিজ্ঞানী বাউ-গুও লি বলেন, বন্য বানর প্রজাতির মধ্যে এমন সরাসরি সহায়তার ঘটনা আগে দেখা যায়নি। -ইয়াহু নিউজ
×