ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসরাইলে ভয়াবহ দাবানলে ৮০ হাজার বাড়িছাড়া

প্রকাশিত: ০৫:৫০, ২৬ নভেম্বর ২০১৬

ইসরাইলে ভয়াবহ দাবানলে ৮০  হাজার বাড়িছাড়া

দাবানলের কারণে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার প্রায় ৮০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসি/এএফপির। দুই মাসের খরার পর সৃৃষ্ট ওই দাবানল তীব্র বাতাসের কারণে শহরটির উত্তরাংশে ছড়িয়ে পড়ে। পশ্চিম তীরের জেরুজালেমের কাছাকাছি থাকা ঘরবাড়িগুলোও দাবানলের হুমকির মুখে রয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ আগুন লাগিয়েছে প্রমাণিত হলে তা সন্ত্রাসী তৎপরতা হিসেবে গণ্য করা হবে। এ ধরনের ঘটনা সব বিবেচনায় সন্ত্রাস। আমরা বিষয়টিকে এভাবেই দেখব।’ তিনি আরও বলেন, ইসরাইলের রাষ্ট্রের কোন অংশ জ্বালিয়ে দেয়ার চেষ্টা যে করবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’ ইসরাইলের পুলিশ প্রধান রোনি আলসেইচ আগুন লাগার এই ঘটনা কিছু কিছু সন্দেহের জন্ম দিয়েছে বলেন জানিয়েছেন। তিনি জানান, যদি আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত হয়ে থাকে তবে এটা ভাবাই নিরাপদ যে, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দেশটির শিক্ষামন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনায় আরব কিংবা ফিলিস্তিনীদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘যারা এই দেশের অস্তিত্ব স্বীকার করে না তাদের পক্ষেই এই অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব।’ ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়, ইসরাইলী কর্মকর্তারা ফিলিস্তিনীদের উপর দায় চাপানোর লক্ষ্যে আগুন লাগার ঘটনাটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন।
×