ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের অভিষেকে গান গাওয়ার লোক পাওয়া যাচ্ছে না

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ নভেম্বর ২০১৬

ট্রাম্পের অভিষেকে গান গাওয়ার লোক পাওয়া যাচ্ছে না

দিন যত যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন ততই ঘনিয়ে আসছে। আগামী ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে মূলধারার কিংবা বিখ্যাত কোন শিল্পীকেই পাওয়া যাচ্ছে না। খবর ওয়েবসাইটের। বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন বিয়ন্সে ও এ্যারেতা ফ্রাঙ্কলিন। দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারের সময় ইন্ডি ব্যান্ড দ্য ন্যাশনাল অনেক রাজ্যে তার হয়ে গান গেয়েছে। তবে আগামী ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য বিখ্যাত কোন শিল্পী কিংবা ব্যান্ডদলকে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহে ট্রাম্পের ট্রানজিশন টিমের এক সদস্য জানিয়েছিলেন, বিখ্যাত গীতিকার, সুরকার ও গায়ক এলটন জন অভিষেক অনুষ্ঠানে গান গাইবেন। হোয়াইট হাউসে একমাত্র ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি সমকামীদের অধিকারকে সমর্থন করেন। এজন্য তার অভিষেক অনুষ্ঠানে গান গাইবেন সমকামী গায়ক এলটন জন। তবে এলটন জন জানিয়েছেন, তিনি জীবনেও রিপাবলিকান দলের সমর্থন করেননি। তাই গান গাওয়ার প্রশ্নই আসে না। বিখ্যাত আমেরিকান শিল্পী ভিন্স নেইলও ট্রাম্পের অভিষেকে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
×