ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যবাসীদের আশঙ্কা ও প্রত্যাশা ট্রাম্পকে নিয়ে

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ নভেম্বর ২০১৬

মধ্যপ্রাচ্যবাসীদের আশঙ্কা ও প্রত্যাশা ট্রাম্পকে নিয়ে

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের ইসলামের প্রতি বৈরী মনোভাব পোষণকারী কর্মকর্তাদের নিয়োগে মধ্যপ্রাচ্যে মুসলমানদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের প্রতিক্রিয়ায় মেশানো রয়েছে শঙ্কা, সতর্কতা, সন্দেহ ও অত্যন্ত ঘৃণা। ইরাক, লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশ থেকে বিভিন্ন ধরনের লোকজন এর মধ্যে সংশয় প্রকাশ করেছে ট্রাম্পের ব্যাপারে। তার প্রশাসনে নিরাপত্তাবিষয়ক উচ্চপদস্থ পদগুলোতে মুসলমানদের প্রতি বিদ্বেষপরায়ণ বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল টি ফ্লিনের মতো ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে। এমন ঘোষণার পরই মধ্যপ্রাচ্যে অনেকের মধ্যে এ সন্দেহ বেড়ে যায়। লেবাননের এক ব্লগার জোয়ি আইয়ুব টুইটারে বলেছেন, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেনারেল ফ্লিনকে বেছে নিয়েছেন। আমরা তার মুসলিমবিরোধী উক্তি অবশ্য নাৎসিদের সঙ্গে তুলনা করব। ট্রাম্পের উক্তি তাদের জন্য বা তাদের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের জন্য কী অর্থ বয়ে আনবে, এটা বোঝা কষ্টকর। তারপরও কেউ কেউ প্রত্যাশা ব্যক্ত করেছে যে, ওবামা প্রশাসন যা করেছে তার চেয়ে আরও অনেক বেশি করে লড়বেন জঙ্গী ইসলামপন্থী উগ্রপন্থীদের বিরুদ্ধে। তথাপি, অন্য কারও কারও আশঙ্কা, ট্রাম্পের মনোভাব এবং যারা মুসলিমবিরোধী মনোভাব প্রকাশ করেছেন তাদের মন্ত্রিপরিষদে নিয়োগের ওপর তার নির্ভরশীলতা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের জঙ্গী ও অন্য সহিংস জঙ্গীদের কাছে সদস্য সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। লন্ডনে কিংস কলেজে স্টাডি অব রেডিক্যালাইজেশন এ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স বিষয়ক আন্তর্জাতিক কেন্দ্রের উচ্চপদস্থ গবেষণা ফেলো শার্লি উইস্টার বলেছেন, মুসলিমদের প্রতি ট্রাম্পের সন্দেহের কারণে বিশ্বব্যাপী জঙ্গীদের মনোভাব আরও তীব্র ও আক্রমণাত্মক হয়ে উঠবে। জিহাদীরা ইসলামের বিরুদ্ধে এ ষড়যন্ত্রের প্রমাণ পাওয়ার প্রতীক্ষায় থাকে সর্বক্ষণ। তিনি বলেন, বিশেষ করে জেনারেল ফ্লিনের নিয়োগ অত্যন্ত উদ্বেগজনক। ইরাকে কর্মকর্তারা সন্ত্রাস উচ্ছেদে ট্রাম্পের প্রতিশ্রুতির বিরুদ্ধে তার রূঢ় উক্তি বিষয়ে চিন্তাভাবনা করছেন দেশের নাগরিকদের মতোই।
×