ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক সাওল হার্ট সেমিনার আজ

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ নভেম্বর ২০১৬

সাপ্তাহিক সাওল হার্ট সেমিনার আজ

হৃদরোগ প্রতিরোধ এবং বিনা অপারেশনে হৃদরোগ প্রতিকারের আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি সাওল (সায়েন্স এ্যান্ড আর্ট অব লিভিং)। ভারতের নন-সার্জিক্যাল হৃদরোগ চিকিৎসা ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাঃ বিমল ছাজেড় প্রতিষ্ঠিত সাওল হার্ট সেন্টারে আজ বিকেল ৪টায় ৩৯তম সাপ্তাহিক সাওল হার্ট সেমিনার। প্রতি সেমিনারেই উপস্থিত অংশগ্রহণকারীদের ডাঃ বিমল ছাজেড় কিভাবে বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ থেকে স্থায়ী মুক্তি লাভ সম্ভব, পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ ও অতি ওজন নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে ভিডিও প্রদর্শন করা হয়। বিকেল ৪টায় সেমিনার পরিচালনা ও অংশগ্রহণকারীদের সকল প্রশ্নের উত্তর দেবেন সাওল হার্ট সেন্টারের কনসালটেন্ট ডাঃ ফারহান আহমেদ ইমন। অংশগ্রহণে ইচ্ছুকদের ০১৭৭৭৭৮০৮৫১, ০১৭৭৭৭৮০৮৫২, ০১৭৭৭৭৮০৮৫৩ ও ০১৭৪৪২৫১২২২ নম্বরে যোগাযোগ করে ফ্রি নাম রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা যাচ্ছে। Ñবিজ্ঞপ্তি
×