ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ নভেম্বর ২০১৬

রোহিঙ্গাদের পুড়িয়ে  হত্যার প্রতিবাদে  ঢাকায় বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মিয়ানমারে রোহিঙ্গাদের পুুড়িয়ে হত্যা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অনশন ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘প্রোটেস্ট এগেইনেস্ট মাইনরিটি টর্চার ইন সাউথ এশিয়া’। শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনশন ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সংগঠনের সদস্য সচিব নিহাদ কায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ড. আবুল আজাদ, রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি আনিস মুহম্মদ। এছাড়া সমাবেশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আদিবাসী সম্প্রদায় স্ব-স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ ও সংহতি প্রকাশ করে। এ সময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করেÑ যাতে লেখা ছিল- ভূমিদস্যুদের হাত থেকে আদিবাসীদের রক্ষা কর; সকল আদিবাসী নির্যাতনের বিচার চাই; সংখ্যালঘুদের নিরাপত্তা চাই ইত্যাদি। সমাবেশে আবুল আজাদ পাঁচদফা দাবি পেশ করেন। দাবিগুলোÑ অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের আগুনে পুড়িয়ে হত্যাসহ সকল প্রকার নির্যাতন বন্ধ করা, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা, বাংলাদেশের নাসিরনগর ও গাইবান্ধার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংশ্লিষ্ট সরকারী কর্মচারীদের প্রত্যাহার করা উল্লেখযোগ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে দাবিসমূহ বাস্তবায়িত না হলে সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা প্রতিক্রিয়াশীল চক্র ও তাদের দোষীদের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয়।
×