ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোকেয়া হলের পুনর্মিলনী দেশকে আলোকিত করতে হবে ॥ ঢাবি উপাচার্য

প্রকাশিত: ০৫:৪৭, ২৬ নভেম্বর ২০১৬

রোকেয়া হলের পুনর্মিলনী দেশকে আলোকিত করতে হবে ॥ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ‘সুবর্ণ স্মৃতির মধুর আনন্দে, এসো মিলি মোরা সৃজনী ছন্দে’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ৪র্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টিএসসি মিলনায়তনে দিনব্যাপী এই পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. রওশন আরা ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। অনুষ্ঠানে সহস্রাধিক প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আরেফিন সিদ্দিক বলেন, এ্যালামনাইদের সম্মিলনে নানা প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন পাওয়া যায়। এ্যালামনাইরা এ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে দেশে-বিদেশে বিভিন্নভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মাতৃসম প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ে আবারও মিলনের সুযোগ তৈরি করে দেয়। তিনি আরও বলেন, আমরা আলোকিত ভুবন চাই। চারদিক আলোকিত করাই আমাদের লক্ষ্য। আপনারা যেখানে উপস্থিত থাকেন সেই জায়গাটা যেমন আলোকিত হয়ে ওঠে। তবে বর্তমানে আমরা এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে একদিকে আলো জ্বালানো হচ্ছে, অন্যদিকে বিশেষ কিছু গোষ্ঠী দেশকে অন্ধকার করার চেষ্টা করে চলছে। উপাচার্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হলেরই একজন প্রাক্তন শিক্ষার্থী। এটি আমাদের গর্ব। তিনি যেভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রত্যেক এ্যালামনাইদের সেভাবে এগিয়ে যেতে হবে, কাজ করে যেতে হবে, সর্বোপরি দেশকে আলোকিত করতে হবে। সমাজে নানাভাবে অবদান রাখায় রোকেয়া হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক্তন সাত ছাত্রীকে সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- মিসেস সাঈদা খানম, ফাহমিদা খাতুন, মালেকা বেগম, লায়লা হাসান, রাফিয়া আক্তার ডলি, সাবিনা ইয়াসমিন এবং জিনাত বরকতুল্লাহ।
×