ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘাম বিশ্লেষণ করবে ডিভাইস

প্রকাশিত: ০৫:৪১, ২৬ নভেম্বর ২০১৬

ঘাম বিশ্লেষণ করবে ডিভাইস

শরীরচর্চার সময় আপনি কি বেশি ঘামছেন? এই ঘামের সাহায্যে আপনার শরীর থেকে কি বেশি পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে? এই পানির চাহিদা পূরণের জন্য আপনার কতটুকু পানি পান করতে হবে?- মানুষের এসব প্রশ্নের উত্তরের জন্য আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। যুক্তরাষ্ট্রের শিকাগোর প্রখ্যাত নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি ডিভাইস তৈরি করেছেন যেটি পরে শরীরচর্চা করলে আপনার শরীর থেকে নির্গত ঘাম বিশ্লেষণ করবে। আর মুহূর্তের মধ্যে এর ফলাফল পাঠিয়ে দেবে আপনার স্মার্টফোনে। ডিভাইসটি হাতের সঙ্গে শক্ত হয়ে সেঁটে থাকবে। আবার শরীরচর্চার পর এটি সহজেই হাত থেকে খুলে রেখে দেয়া যাবে। হাতের পাশাপাশি এটি পিঠেও লাগিয়ে রাখা যাবে। হাত ও পিঠে লাগালে একই ফলাফল পাওয়া যাবে। এ সংক্রান্ত গবেষণাটি গত ২৩ নবেম্বর প্রখ্যাত সাময়িকী জার্নাল সায়েন্স ট্রান্সসেশনাল মেডিসিনে প্রকাশিত হয়। গবেষণা দলের প্রধান জন রজারস বলেছেন, আপনার ঘাম বিশ্লেষণের জন্য এখন আর সিরিঞ্জ, স্পঞ্জ ও বিশোষক প্যাডের দরকার নেই। আমরা এমন একটি পরিধানযোগ্য চামড়াসদৃশ ডিভাইস তৈরি করেছি যেটি সহজেই শরীরের সঙ্গে সেঁটে থাকে। এটি তৎক্ষণাৎ মানুষের শরীরের ঘাম বিশ্লেষণ করে ফলাফল মোবাইলের মাধ্যমে জানিয়ে দিতে পারবে। গবেষকরা প্রাথমিকভাবে ডিভাইসটি দুই দল সাইকেল চালকের শরীরে লাগিয়ে পরীক্ষা চালিয়েছেন। পরীক্ষার পর তারা মোটামুটি নির্ভুল তথ্য পেয়েছেন। ডিভাইস দুটি সাইকেল চালকদের ঘাম পরীক্ষা করে এই ঘামের মধ্যে থাকা অম্লতা, গ্লুকোজ, ক্লোরাইড ও লবণের সঠিক পরিমাণ জানিয়েছে। গবেষকরা বলছেন, এই যন্ত্রটি চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। -জার্নাল সায়েন্স
×