ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মধুখালীতে ২ লাশ উদ্ধার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চার ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৪০, ২৬ নভেম্বর ২০১৬

মধুখালীতে ২ লাশ উদ্ধার ঈশ্বরদীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চার ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী, পাবনা ॥ উপজেলার জয়নগর চালের মোকামে শুক্রবার ভোরে ডাকাতির সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা দু’জনসহ চার ডাকাত নিহত ও ৪ ডাকাত আহত হয়েছে। নিহত দুই ডাকাতের নাম মোশারফ হোসেন ও রুস্তম আলী। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলায়। আহতরা হলোÑ ময়মনসিংহের বাচ্চু মিয়া ও রুস্তম আলী, পঞ্চগড়ের মেহেদী হাসান ও চাঁদপুরের হানিফ মিয়া। এদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাগুলির ঘটনায় র‌্যাব সদস্য ডিএডি মোঃ আব্দুল ওয়াদুদ ও এসআই আরাফাতুল হক খান জখম হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে শুক্রবার ভোরে ফরিদপুরের মধুখালী থেকে গুলিবিদ্ধ দুই ডাকাতের লাশ উদ্ধার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, শুক্রবার ভোরে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল একটি ট্রাকযোগে জয়নগরে বাদশা রাইস এজেন্সিতে এসে পাহারাদারকে দড়ি দিয়ে বেঁধে চালের বস্তা ট্রাকে তুলতে থাকে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার বিনারানী দাস ও টাঙ্গাইলের সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী অন্য সদস্যদের নিয়ে অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় বড়ইচরা পশ্চিমপাড়া গ্রামে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা ৩ ডাকাত নিহত হয়। এছাড়া জয়নগরে ৩ জন ও বড়ইচরা গ্রামে ১ জন মিলিয়ে মোট ৪ ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ঘটনার পর র‌্যাব-১২ এর সিও শাহাবউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযানে ডাকাতদের ব্যবহৃত ৩৮০ বস্তা চাল ভর্তি ২টি ট্রাক, একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি, দুটি শাবল, একটি কাটার, একটি প্লাশ ও একটি মাথা বাঁকানো বিশেষ ধরনের শাবল উদ্ধার করা হয়। মধুখালীতে মাথায় গুলিবিদ্ধ দুই ডাকাতের লাশ উদ্ধার ॥ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, মধুখালীতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে পুলিশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ছকড়িকান্দি পরিত্যক্ত ম্যাক্সিম ইটভাঁটিতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। নিহত দুই ডাকাত হলোÑ মধুখালী উপজেলার মেছরদিয়া গ্রামের কামাল জোয়ার্দারের ছেলে ওহিদুল জোয়ার্দার (২৯) এবং রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সালমারা গ্রামের আজিম শেখের ছেলে কাশেম শেখ (৪০)। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, নিহত দুই ব্যক্তির নামে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারী, রাজবাড়ীর বালিযাকান্দি ও মাগুরা থানায় হত্যা, ডাকাতিসহ ছয়টি করে মামলা রয়েছে। পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি এলাকায় ম্যাক্সিম গ্রুপের একটি পরিত্যক্ত ইটভাঁটি থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ওই স্থান থেকে দুটি গুলিসহ একটি বিদেশী পিস্তল ও একটি রামদা উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায় তারা ডাকাত। ঘটনার প্রত্যক্ষদর্শী ছকড়িকান্দি গ্রামের দুই কৃষক রাজ্জাক শেখ ও মাজেদ শেখ জানান, রাতে তারা গোলাগুলির শব্দ শুনে ঘর থেকে বের হয়ে অনেক পুলিশ দেখতে পান। পরে পুলিশ সদস্যরা তাদের ওই ইটভাঁটি এলাকায় নিয়ে যান। এ মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে। অস্ত্র ও ককটেলসহ ছয়জন গ্রেফতার ॥ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অস্ত্র ও বিস্ফোরকসহ মধুখালী পুলিশ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে। মধুখালী থানা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলোÑ মধুখালীর মধুপুর গ্রামের লুৎফর শেখ (২৪), রাজবাড়ীর ভাদু শেখ (৪৩), রাজবাড়ীর বালিয়াকান্দির রিয়াজুল (২৬), রাজবাড়ীর কালুখালীর আসলাম (২৪) ও মোঃ সোহেল (২৪) এবং ফরিদপুরের আলফাডাঙ্গার রবিউল শেখ (৩৫)। পুলিশ তাদের কাছ থেকে একটি শূটারগান, ২টি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা ও ১১টি ককটেল উদ্ধার করেছে।
×