ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সমঝোতা চান মওদুদ

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ নভেম্বর ২০১৬

সমঝোতা চান মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন আসুন সবাই মিলে আলোচনা করে একটা সমঝোতায় আসি। তাহলেই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, সময় পেরিয়ে যাচ্ছে। ২০০৭ সাল থেকে ধরলে এখন পর্যন্ত আমরা ৯ বছর গণতন্ত্রহীনতায় রয়েছি। তবে কেউ যদি মনে করেন এর কোন সমাপ্তি হবে না, চলতেই থাকবে, তা হবে মারাত্মক ভুল। এই পরিস্থিতির সমাপ্তি হবেই। আর সেটা বিএনপির নেতৃত্বেই হবে। তিনি বলেন, সমঝোতার মাধ্যমে কী করে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যায় সে ব্যাপারে বিএনপির তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। মওদুদ বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচন কমিশন নিয়োগে বাছাই কমিটি গঠনের রূপরেখায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারার সংশোধনসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছেন। খালেদা জিয়া তাঁর প্রস্তাবে বলেছেন, এ কমিশন হতে হবে সব নিবন্ধিত রাজনৈতিক দল অথবা স্বাধীনতার পর থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে। ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার প্রস্তাব পুরোপুরি মানতে হবে এমন কথা তিনি বলেননি। অন্য দলগুলোও এ বিষয়ে মতামত দিতে পারে। তবে ক্ষমতাসীন দলের নেতারা বিএনপি চেয়ারপার্সনের প্রস্তাব বিবেচনা না করেই তা নাকচ করে দেয়া ঠিক হয়নি। যদি তারা সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে তবে তাদের উচিত ছিল এ প্রস্তাবকে স্বাগত জানানো এবং জাতীয়ভাবে একটি আলোচনার পরিবেশ সৃষ্টি করা। মওদুদ বলেন, সেই ১৯৭২ সালের ধারণা নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। এখন ক্ষমতায় থাকার জন্য যা কিছু করা দরকার তাই করছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজে এক সময় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তিনিই ওই ব্যবস্থা বাতিল করলেন। অন্য কোন দেশে এভাবে জাতীয় পর্যায়ের কোন নেতা অবস্থান বদল করলে মানুষ তাকে প্রত্যাখ্যান করত। মওদুদ বলেন, রাজনীতি হতে হবে সমঝোতার মাধ্যমে। কিন্তু এখন রাজনীতির চরম অবক্ষয় ঘটেছে। রাজনীতি মাটির নিচে চলে গেছে। একদলীয় শাসনের নতুন সংস্করণ দেখা যাচ্ছে। তিনি বলেন, ফ্লাইওভার নট স্টেট ভ্যেলু। রাষ্ট্রীয় মূল্যবোধ ফ্লাইওভার থেকে পাওয়া যায় না। তাই শুধু ফ্লাইওভার করে উন্নয়নের জোয়ারের কথা বলে পার পাওয়া যাবে না। আওয়ামী লীগ ক্যাডারদের হাতে মুক্তিযোদ্ধারা নির্যাতিত হচ্ছেন- রিজভী ॥ দেশে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর ক্যাডারদের হাতে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধারা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তারেককে জোরপূর্বক বিদেশে পাঠানো হয়েছে- নোমান ॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জোরপূর্বক বিদেশে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে নির্যাতন করে এবং জোরপূর্বক বিদেশে পাঠিয়ে দেয়
×