ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে সৌর প্যানেল পাবে বিদ্যুত সুবিধাবঞ্চিত ৩ হাজার পরিবার

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ নভেম্বর ২০১৬

বিনামূল্যে সৌর প্যানেল পাবে বিদ্যুত সুবিধাবঞ্চিত ৩ হাজার পরিবার

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের সুবিধাবঞ্চিত তিন হাজার পরিবারকে বিনামূল্যে সৌর প্যানেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুত-জ্বালানি সপ্তাহ-২০১৬-এর আয়োজন থেকে অর্থ সাশ্রয় করে এসব মানুষের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। শুক্রবার জাতীয় বিদ্যুত ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুত, জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কথা জানান। দুই দিনব্যাপী টিওটি (ট্রেনিং অব ট্রেনার) কোর্সটিতে একজনকে ট্রেনিং দেয়া হয়। তিনি ফিরে গিয়ে আরও অনেককে একই বিষয়ে ট্রেনিং দিয়ে থাকেন। এখানে মূলত বিদ্যুত-জ্বালানির সাশ্রয়মূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, অদম্য বাংলাদেশ সেøাগানে আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ মেলায় যে অতিরিক্ত আয় হবে, সে আয় থেকে যেসব গ্রামে বিদ্যুতের আলোর দেখা মেলেনি, সে গ্রামগুলোকে আলোকিত করতে প্রাথমিক অবস্থায় তিন হাজার পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেয়া হবে। এলাকা ও বাড়ি নির্ধারণ করতে স্কাউটদের সহযোগিতা গ্রহণ করার পরামর্শ দেন তিনি। সরকার অবশ্য আগে থেকেই বিদ্যুত সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে সৌর প্যানেল দিয়ে আসছে। সরকার মূলত রিলিফ প্রোগ্রামের আওতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ সৌর প্যানেল সরবরাহ করছে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, এবার বিদ্যুত ও জ্বালানি বিভাগের উদ্যোগে প্যানেলগুলো সরবরাহ করা হবে। একজন মানুষের ঘরে অন্তত দুটি বাতি, দুটি পাখা ও একটি টেলিভিশন চালানোর মতো বিদ্যুতের সংস্থান করার চিন্তা রয়েছে সরকারের। তবে এখনও কী মডেলে এ সৌর প্যানেল দেয়া হবে তা ঠিক হয়নি। আগে যেসব এলাকায় সৌর প্যানেল দেয়া হয়েছে সেগুলো বাদে এবার অন্য এলাকায় সৌর প্যানেল দেয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, সাশ্রয়ী বিদ্যুত ও জ্বালানির ব্যবহার সম্পর্কে ক্যাম্পেন এবং বিদ্যুত ও জ্বালানি সম্পর্কে জনগণের প্রত্যাশা নিয়ে জরিপ করতে স্কাউটরা সহযোগিতা করতে পারে। প্রয়োজনীয় সহযোগিতা মন্ত্রণালয় থেকে দেয়া হবে। এ সময় তিনি স্কাউটদের মধ্য থেকে বেস্ট মোটিভেটর বা সেরা উদ্বুদ্ধকারী ক্যাটাগরিতে বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ-২০১৬ থেকে পুরস্কার দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্কাউট এবং রোভার স্কাউটদের বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ী ও সচেতন করে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ২০১২ সাল থেকে এ ক্যাম্প আয়োজন করা হচ্ছে। এ বছর কেন্দ্রীয় পর্যায়ে ৩৬০ জন এবং আঞ্চলিক পর্যায়ে ৮৪০ জনকে এ টিওটি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে। বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ স্কাউটসের পরিচালনায় রোভার স্কাউটদের জন্য আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সকল জেলা সদরে এবং স্কাউটদের জন্য আগামী ২০-২৩ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সকল উপজেলা সদরে পঞ্চম জাতীয় বিদ্যুত ও জ্বালানি ক্যাম্প অনুষ্ঠিত হবে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান বক্তব্য রাখেন।
×