ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে সরকারি বই বিক্রির পর পাচারকালে উদ্ধার

প্রকাশিত: ০২:৫০, ২৬ নভেম্বর ২০১৬

বরিশালে সরকারি বই বিক্রির পর পাচারকালে উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিনামূল্যে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বই বিক্রির পর পাচারকালে জব্দ করেছে এলাকাবাসী। এনিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের উন্মুক্ত শাখায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার তরিকুল ইসলাম তারেক জানান, শুক্রবার সরকারি ছুটির দিনে সরকারিভাবে বরাদ্দকৃত আগরপুর ডিগ্রি কলেজের উন্মুক্ত উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখার বিপুল পরিমান বই কলেজের প্রভাষক গোলাম সরোয়ার কর্তৃপক্ষকে না জানিয়ে ভ্রাম্যমান কাগজ বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয়। বিক্রি করা বইগুলো পাচারের সময় স্থানীয়রা একটি ভ্যানভর্তি প্রায় চার মন ওজনের নতুন ও পুরাতন বই চন্দ্রহার এলাকা থেকে জব্দ করে। তিনি আরও জানান, কালকিনি উপজেলা সদরের ভ্রাম্যমান কাগজ বিক্রেতা জনৈক শহিদ বেপারীর কাছে ওই বইগুলো বিক্রি করা হয়েছিলো। কলেজ অধ্যক্ষ এবায়দুল হক শাহীন বলেন, সরকারের এ বিনামূল্যের বই বিক্রি করা বিধি সম্মত নয়। বই বিক্রির ব্যাপারে তাকে কেউ কিছুই জানায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযোগের ব্যাপারে প্রভাষক গোলাম সরোয়ারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
×