ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাম কমছে না শীতকালীন সবজির

প্রকাশিত: ০১:১৮, ২৫ নভেম্বর ২০১৬

দাম কমছে না শীতকালীন সবজির

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পাইকারি ও খুচরা বাজারগুলো ভরে উঠেছে শীতকালীন বাহরি সব সবজিতে। তবে পর্যাপ্ত সরবরাহ থকলেও সে তুলনায় কমছে না দাম। বিগত তিন সপ্তাহ ধরে বাজারগুলোতে শীতের সবজির দাম মোটামুটি একই রকম। কাঁচা মরিচ ছাড়া অন্য সব সবজির দাম না কমে বরং বাড়ার প্রবণতাও দেখা গেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য মেলে। ক্রেতারা অভিযোগ করে বলেন, শীত যত ঘনিয়ে আসবে সবজির দাম কমবে- এটাই স্বাভাবিক। কিন্তু প্রায় একমাস যাবত একই দামে সবজি কিনছি, কমার কোনো লক্ষণ নেই। গতকাল নতুন আলু ছিলো ৮০ টাকা। আজ সকালে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানান আসাদুল নামের এক ক্রেতা। সবজি বিক্রেতা রহমত হোসেন বলেন, সবজির দাম প্রথমে একটু কমলেও আর দাম কমছে না, কথাটা ঠিক। এর কারণ খেত থেকে পাইকাররা বেশি দামে আনছে, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহ আরও বাড়লে সবজির দাম কমে যাবে। শুক্রবার বাজারে ফুলকপি, বাঁধাকপি আকারভেদে ২৫-৩০ টাকা, মুলা ২০ টাকা, সিম ৬০ টাকা, টমেটো ৮০ টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। ঢেঁড়স, রেখা, ঝিঙা, জালি, করলা, বরবটি, ধুন্দল ও পটল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা করে। বেগুন প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা, কচুরমুখি ৩৫ টাকা, পেঁপে ২৫ টাকা, শসা ৩০ টাকা, কাঁচাকলা ৩০ টাকা হালি, লেবু ২৫ টাকা হালি, মিষ্টিকুমড়া (ছোট) ৪০ টাকা। পুরনো আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩০-৩২ টাকায়। প্রতি কেজি পেঁয়াজ (দেশি) ৪০-৪২ টাকা। এছাড়া আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা, রসুন ১২০ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায়। এছাড়া লাল শাক, পালং শাক, সরিষা শাক, মুলা শাক ও লাউ শাক পাওয়া যাচ্ছে আঁটি ১০ টাকা থেকে ৩০ টাকায়।
×