ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নরসিংদীর কারারচরে ৩দিন ব্যাপী ইজতেমা শুরু

প্রকাশিত: ২২:১২, ২৫ নভেম্বর ২০১৬

নরসিংদীর কারারচরে ৩দিন ব্যাপী ইজতেমা শুরু

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ শিবপুর উপজেলার কারারচরে আজ শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা । ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলাধীন শিবপুরের কারারচরস্থ মৌলভী তোফাজ্জল হোসেন হাসপাতালের দক্ষিনপার্শ্বে ইজতেমা আয়োজন করা হয় । ২৭ নবেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার । ইজতেমার আয়োজক কমিটির মুরব্বী জেলা মারকাজ সুরা সদস্য জিম্মাদার আমিনুল হক জানান, ইজতেমার জন্য ৫ লাখ ১৮ হাজার ৪শ’ বর্গফুট স্থান সহ রাস্তার তিন পার্শ্বে ফাঁকা জায়গা রাখা হয়েছে । শত শত মানুষের স্বেচ্ছাশ্রমে ইজতেমার প্যান্ডেল তৈরী করা হয়েছে। ধর্মপ্রান মুসল্লীদের জন্য বিশাল এলাকা জুড়ে বিছানো হয়েছে পাটের তৈরী চট । সারিবদ্ধ ভাবে তৈরী করা হয়েছে রান্নার জায়গা। মলমুত্র ত্যাগের ব্যবস্থা সহ তৈরী করা হয়েছে অজুখানা । এছাড়া ইজতেমা স্থানের পার্শ্ববর্তী মসজিদ, মাদ্রাসা, স্কুল, এতিমখানা, কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করা হয়েছে । এতে ৫০ হাজার মুসল্লী রাত যাপন করতে পারবে । বয়ান শুনতে পারবে প্রায় ২ লক্ষাধিক মুসল্লী ।
×