ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযান, হাসপাতাল ও ছয় ফার্মেসির জরিমানা

প্রকাশিত: ০৮:৪০, ২৫ নভেম্বর ২০১৬

র‌্যাবের অভিযান, হাসপাতাল ও ছয় ফার্মেসির জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অনুমোদনহীন ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের কারণে রাজধানীতে ধানম-ির উইমেন্স এ্যান্ড চিলড্রেন্স হাসপাতাল ও হাজারীবাগের ছয়টি ফার্মেসিকে প্রায় চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ অভিযান চালিয়ে র‌্যাব-২ এর ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহম্মেদ ধানম-ির সাত মসজিদ রোডের উইমেন্স এ্যান্ড চিলড্রেন্স হাসপাতালের বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবু সুফিয়ান (৩০), ফার্মেসি ইনর্চাজ ইজাত আরা আঁখি (২২) ও টেকনিশিয়ান অরুণ ম-লকে (২৭) মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এছাড়া হাজারীবাগের এনায়েতগঞ্জ লেন এলাকায় অবস্থিত বিক্রমপুর মেডিসিন হাউসকে ৪০ হাজার টাকা, নিউ বিক্রমপুর মেডিসিনকে ৪০ হাজার টাকা, উপশম ফার্মেসিকে ২০ হাজার টাকা, বিক্রমপুর মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকা, সিফাত বিক্রমপুর ফার্মেসিকে ১০ হাজার টাকা ও টাউন ফার্মেসিকে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
×