ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোড়া লাগা দুই শিশুকে আলাদা করা হবে ৬ মাস পর

প্রকাশিত: ০৮:৩৮, ২৫ নভেম্বর ২০১৬

জোড়া লাগা দুই শিশুকে আলাদা করা হবে ৬ মাস পর

স্টাফ রিপোর্টার ॥ ছয় মাস পর অস্ত্রোপচার করে জোড়া লাগানো দুই মেয়ে শিশু তৌফা ও তোহারাকে আলাদার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা। বৃহস্পতিবার তাদের ঢাকা মেডিক্যাল থেকে রিলিজ দেয়া হয়েছে। দুপুরে প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শাহানুর ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, জোড়া লাগা দুই শিশু আলাদা করতে ছয় মাস পর অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নিয়েছে তাদের চিকিৎসার জন্য গঠিত ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড। সংবাদ সম্মেলনে সহযোগী অধ্যাপক ডাঃ শাহিনুর ইসলাম জানান, জন্মের সময় জোড়া লাগা দুই মেয়ে শিশুর শারীরিক অবস্থার উন্নতি হলে অন্তত ছয়মাস পর তাদের শরীরে অস্ত্রোপচার করা যেতে পারে। তিনি জানান, জোড়া লাগানো দুই শিশুর ওজনও কম। তাই এ মুহূর্তে তাদের আলাদা করা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে ঢামেক-এর উপ-পরিচালক ডাঃ খাজা আব্দুল গফুরসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ অক্টোবর তৌফা ও তোহরাকে ঢামেক হাসপাতালের ২১১ নম্বর নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
×