ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় বিএনপি

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ নভেম্বর ২০১৬

রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে খালেদা জিয়ার দেয়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় বিএনপি। সাক্ষাত পেলে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব তুলে ধরার পাশাপাশি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আরও কিছু প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরবে। বিশেষ করে নির্বাচন কমিশন ও পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে করতে রাষ্ট্রপতি যেন সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন সে প্রস্তাবও দেবে তারা। বিএনপি নেতারা মনে করছেন, ২০১১ সালে নির্বাচন কমিশন গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি যেভাবে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছিলেন সেভাবে এবারও বর্তমান রাষ্ট্রপতি আলোচনা করবেন। সেভাবে আলোচনা না করলেও বিএনপির আবেদনের প্রেক্ষিতে সৌজন্যতার খাতিরে হলেও রাষ্ট্রপতি তাদের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, বুধবার বিকেলে সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেয় বিএনপি। বিএনপি ১৩ দফা প্রস্তাব দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানানোর পর সরকারী দলের পক্ষ থেকে সমালোচনার ঝড় ওঠায় বুধবার সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে কোন প্রস্তাব দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। এদিকে বুধবার সংবাদ সম্মেলন করে নতুন রাজনৈতিক জোট বিএনএ’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন মনোনয়নদানে সার্চ কমিটি গঠনের কোন এখতিয়ার সংবিধানে দেয়া হয়নি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগে মহামান্য রাষ্ট্রপতি বাধ্য প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণে। অবশ্য প্রধানমন্ত্রী ইচ্ছা করলে বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে তার পরামর্শের ক্ষেত্রটি নিরূপণ করতে পারেন। বিএনপি চেয়ারপার্সনের ১৩ দফা প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই সরকার ও বিএনপি জোটের মধ্যে পরস্পরবিরোধী সমালোচনা চাঙ্গা হওয়ায় রাষ্ট্রপতি বিএনপিকে আলোচনার জন্য বঙ্গভবনে ডাকবেন কি-না এ নিয়ে অনিশচয়তা রয়েছে। তবে বিএনপি এখনও আশা ছাড়েনি বলে দলের নেতাকর্মীরা মনে করছেন।
×