ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

গেণ্ডারিয়ায় পাঁচ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ নভেম্বর ২০১৬

গেণ্ডারিয়ায় পাঁচ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে রাজধানীর গে-ারিয়া কিশলয় কচি-কাঁচা মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বইমেলা। যৌথভাবে এ মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি ও গে-ারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা। এদিন বিকেলে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলম। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে কিশলয় কচি-কাঁচার শিক্ষার্থীরা। মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, গে-ারিয়ায় বাংলা একাডেমির বইমেলা আনন্দদায়ক। বই হোক আমাদের নৃত্যসঙ্গী। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটলেও বইয়ের কোন বিকল্প নেই। আমি আশা করি এ বইমেলার মধ্য দিয়ে পাঠকের বই পড়ার প্রবণতা বাড়বে। এর আগে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ। তিনি বলেন, বাংলা একাডেমি গে-ারিয়া বইমেলার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে একাডেমির বইকে পাঠকের মধ্যে সহজলভ্য করার প্রয়াস চালিয়েছে। এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, শিশু-কিশোরদের মাঝে বই পড়ার আগ্রহ তৈরি হলে সমাজ থেকে জঙ্গীবাদের শেকড় উপড়ে পড়বে। এ ভাবনা থেকেই বাংলা একাডেমির পক্ষ থেকে বইমেলাকে সারাদেশে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করি এ বইমেলার মধ্য দিয়ে সাহিত্য-সংস্কৃতির বৃহত্তর জাগরণ সম্ভব হবে। শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক হায়াৎ মামুদ বলেন, পুরান ঢাকায় বাংলা একাডেমির এ বইমেলা এ অঞ্চলের শিশু-কিশোরদের মাঝে মননশীলতার বিকাশ ঘটাবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক শফিউল আলম বলেন, গে-ারিয়ায় বাংলা একাডেমির এই বইমেলার মধ্য দিয়ে বইপ্রেমীদের জন্য একটি শুভ সূচনা ঘটল। আমরা আশা করি ভবিষ্যতে এ বইমেলা গে-ারিয়াসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন গে-ারিয়া কিশলয় কচি-কাঁচার সদস্য রোমানা ইয়াসমিন রূপা। ২৮ নবেম্বর পাঁচদিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দিলারা খানম। এবং সভাপতিত্ব করবেন ফাহমিদা কুমকুম। বইমেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে মেলা প্রাঙ্গণে রয়েছে শিক্ষা ও বই বিষয়ক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলায় ‘এ ননসেন্স ড্রিম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ॥ রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসবে ‘এ ননসেন্স ড্রিম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। রেহমান রাহাতের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, হৃদয় রাজ, আরিফুল ইসলাম প্রিন্স। নবেম্বর মাসে জমা হওয়া চলচ্চিত্রগুলো থেকে বিচারকগণ চারটি স্বল্পদৈর্ঘ্য ও একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্বাচন করেছেন। চলচ্চিত্র প্রদর্শনীতে এ মাসেই আরও দেখানো হবে চারটি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সবার জন্য উন্মুক্ত এ চলচ্চিত্র প্রদর্শনী।
×