ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৫:৪২, ২৫ নভেম্বর ২০১৬

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ এখন অগ্রহায়ণ। হেমন্তের দ্বিতীয় মাস। হেমন্ত হলেও শীতটা মোটামুটি অনুভূত হচ্ছে। রাজধানী শহর ঢাকায় এবার শীত একটু দেরি করেই এলো। আনুষ্ঠানিক শুরু হবে ১ পৌষ থেকে। তার আগে হালকা শীত। রাতে শিশির ঝরছে। সঙ্গে ঠাণ্ডা বাতাস। হিমেল হাওয়া। মন্দ নয়। বেশ উপভোগ করছেন ঢাকাবাসী। এরই মাঝে শীতের পোশাক পরিধান করে বের হচ্ছেন অধিকাংশ মানুষ। দেখতে দেখতে বদলে যাচ্ছে চারপাশের পরিবেশ। এখন কংক্রিটের ঢাকায় পাখিদের দারুণ ওড়াওড়ি। হ্যাঁ, শহরের আশপাশের এলাকাগুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি। মিরপুরে চিড়িয়াখানা ও আশপাশের এলাকার জলাশয়গুলো থেকে খাদ্য সংগ্রহ করছে। তারপর ডানা মেলে আকাশে ওড়া। দেখে কী যে ভাল লাগে! মনে পড়ে যায়, শীত এসেছে। বৃষ্টিহীন শীতের সময় উৎসবের নগরী হয়ে ওঠে ঢাকা। গোটা শহরজুড়ে চলে নানা উৎসব অনুষ্ঠান। এবারও ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে বড় বড় অনুষ্ঠান আয়োজন শুরু হয়ে গেছে। খুব উল্লেখযোগ্য একটি আয়োজন বেঙ্গল ক্ল্যাসিকাল ফেস্টিভ্যাল। উচ্চাঙ্গ সঙ্গীতের বর্ণাঢ্য উৎসব। পাঁচদিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। আয়োজন উপলক্ষে প্রতি বছরের মতোই জমজমাট আর্মি স্টেডিয়াম। প্রথম দিনেই হাজার হাজার শ্রোতা। মূল প্যান্ডেলের প্রায় পুরোটাই ভরপুর ছিল। গ্যালারিতে বসে উপভোগ করেছেন অপেক্ষাকৃত তরুণ তরুণীরা। ঘাসের উপরে বিছিয়ে দেয়া কার্পেটেও অনেকে বসেছিলেন। মূল মঞ্চ ছাড়াও কয়েকটি সাইটস্ক্রিনে দেখানো হচ্ছে অনুষ্ঠান। সাইটস্ক্রিনের সামনেও ভিড়। উৎসবের সূচনা হয় বাংলাদেশের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। ‘রবি-করোজ্জ্বল’ শীর্ষক দলীয় নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল নৃত্যনন্দন। পরে ছিল বাঁশি ও বেহালার যুগলবন্দী। এদিন প্রবীণ শিল্পী গোদখি-ির বাঁশি বাজান। রাতিশ টাগড বাজান বেহালা। তবলায় ছিলেন রামদাস পালসুল। বিদুষী গিরিজা দেবী মঞ্চে উঠলে মোটামুটি হৈচৈ পড়ে যায়। গল্প আড্ডায় ব্যস্ত ছিলেন যারা তারাও মনোযোগ দিয়ে খেয়াল শোনেন সেনিয়া ও বেনারস ঘরানার শিল্পীর পরিবেশনা। ওস্তাদ আশিষ খানের সরোদও মুগ্ধ হয়ে শুনেন শ্রোতা। খেয়াল যুগলবন্দী ‘জাসরাঙ্গি’ পরিবেশন করেন বিদুষী অশ্বিনী ভিদে দেশপা-ে ও প-িত সঞ্জীব অভয়ঙ্কর। ড. এল সুব্রহ্ম্যণনের বেহালাও বিগলিত করে শ্রোতাদের। রাতভর গান। তাই আছে খাবারের ব্যবস্থাও। ফুড কোর্টে বাহারি খাবারের পসরা। ভ্রাম্যমাণ শ্রোতার সংখ্যাও কম নয়। দল বেঁধে ঘুরছিলেন। সামালোচনা আছে, কর্পোরেট আয়োজন। আড্ডা খাওয়া দাওয়া হাসিরাশি আনন্দ করতে যান অভিজাত ঘরের ছেলে মেয়েরা। এরা উচ্চাঙ্গ সঙ্গীতের বোঝেটা কী? আসলেই সত্য। সবাই বোঝেন না। তবে যারা বোঝেন, তাদের সংখ্যা এখন খুব কম নয়। কম নয় বলেই মনে হয়েছে। সোমবার পর্যন্ত চলবে এ উৎসব। ঢাকায় কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক পরিবহন সেবাদাতা নেটওয়ার্ক উবার। বর্তমানে ৭৪টি দেশের ৪৫০টি শহরে উবার সেবা চালু রয়েছে। দক্ষিণ এশিয়ায় ঢাকা হচ্ছে ৩৩তম শহর যেখানে উবার সেবা চালু হলো। স্মার্টফোন ভিত্তিক এ্যাপটি ব্যবহার করে যে কোন স্থান থেকে গাড়ি ভাড়া করতে পারবেন যাত্রীরা। এ্যাপল স্টোর ও গুগল প্লে থেকে এ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাচ্ছে। ডাইনলোড করে গন্তব্য ঠিক করে দিলে কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে যাবে। উবার আশা করছে, যানজট কমাতে ভূমিকা রাখবে এই মোবাইল এ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা। ঢাকায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান প্রথমবারের মতো উবার ট্যাক্সি সেবা গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম যাত্রী। ক্যালিফোর্নিয়া-ভিত্তিক উবার কোম্পানির ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট অমিত জৈন বলেছেন, উবারের লক্ষ্য হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে শহরগুলোতে চলাচল সুগম করা এবং যানজট ও বায়ুদূষণ কমানো। সামান্য চুরির ঘটনা। সামান্যই বটে। তবে শহর ঢাকার জন্য এটি বড় লজ্জার ছিল। ঘটনাটি এখন সবার জানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চুরি হয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের হ্যান্ডব্যাগ। একটি প্রদর্শনী উপলক্ষে চারুকলায় এসেছিলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে তার হ্যান্ডব্যাগটি চুরি হয়ে যায়। পাসপোর্ট মাবাইল আইপ্যাডসহ মূল্যবান অনেক কিছুই ভেতরে ছিল। বেদনাবোধ লুকিয়ে রাখতে পারেননি লিওনি মার্গারিটা কুলেনারার। সকলের সামনে তিনি কেঁদে ফেলেন। এ ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঢাকাবসীকে বিব্রত করা লজ্জায় ডুবানো চোরকে যত দ্রুত সম্ভব গ্রেফতারের দাবি ওঠে। স্পর্শকাতর ঘটনা হওয়ায় পুলিশও ঘাট বেঁধে নামে। চারুকলার সিসিটিভি ফুটেজ দেখে পাকড়াও করে চোরকে। ব্যাগ চুরি এবং উদ্ধার দুটো নিয়েই ছিল আলোচনা। ব্যাগ ফিরে পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূত। বুধবার সন্ধ্যায় এ্যাম্বাসি অব দ্য নেদারল্যান্ডস ইন বাংলাদেশের ফেসবুক পেজে ঢাকা মহানগর পুলিশ, বাংলাদেশ সরকার, কাউন্টার ফটো এবং তাদের সব বন্ধুদের ধন্যবাদ জানানো হয়। ঘটনার ইতি ঘটলেও কথাবার্তা থেমে নেই। কেউ বলছেন, ব্যাগ উদ্ধারের ঘটনায় দেশও উদ্ধার হলো। আবার কারও কারও মতে, যে দুর্নাম তা দেশের বাইরে পর্যন্ত চলে গেছে। ব্যাগ উদ্ধার হলেও ঢাকার লজ্জা যাবে না। রাজধানীর মহাখালীতে আধুনিক পশু জবাইখানা চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আধুনিক এই জবাইখানায় প্রতিদিন ছোটবড় প্রায় তিনশ’টি পশু জবাই করা সম্ভব হবে। কাঁচাবাজারে স্বাস্থ্যকর পরিবেশে জবাইকৃত পশুর মাংস সরবরাহের লক্ষ্যকে সামনে রেখে এটি নির্মাণ করা হয়। ডিএনসিসির উদ্যোগে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় জবাইখানাটি নির্মাণ করা হয়েছে।
×