ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪০, ২৫ নভেম্বর ২০১৬

ঝলক

পিজা ডেলিভারিতে হরিণ গরম গরম পিজা খেতে কে না ভালবাসে? মনে করুন, সকালে ঘুম থেকে ওঠার পর দরজা খুলতেই দেখলেন আপনার জন্য গরম পিজা নিয়ে অপেক্ষা করছে একটি বল্গা হরিণ। কথাটি আপনার কাছে অবিশ্বাস্য শোনাতে পারে। বিষয়টি কিন্তু শতভাগ সত্যি। এবার পিজা কোম্পানি ডোমিনোস জাপানে কাস্টমারকে পিজা ডেলিভারি দিচ্ছে হরিণের সাহায্যে। আপাতত হোক্কাইডোতে পরীক্ষামূলক তারা এভাবে পিজা ডেলিভারি করছে। কারণ হিসেবে কোম্পানি জানিয়েছে, শীতকালে সকালে যথাসময়ে পিজা ডেলিভারি একটা কঠিন কাজ। তাই মানুষের বদলে আমরা হরিণের সাহায্য নিচ্ছি। এতে গ্রাহক যথাসময়ে তাদের পিজা বুঝে পাবে। এ জন্য এ বছরের গ্রীষ্মকাল থেকেই কোম্পানি কর্তৃপক্ষ একাধিক হরিণকে প্রশিক্ষণ দিয়েছে। কোম্পানির কর্মীরা হরিণের পিঠে একটি বাক্সের মধ্যে পিজা রেখে আপাতত অদূরবর্তী স্থানে হরিণগুলোকে পাঠাচ্ছে। তবে ভবিষ্যতে বেশি দূরত্বে কীভাবে এই কাজে হরিণকে ব্যবহার করা যায় তা নিয়ে গবেষণা করছে কোম্পানির কর্তৃপক্ষ। পিজা সঠিক গ্রাহকের কাছে যাচ্ছে কিনা তা বোঝার জন্য হরিণের পায়ে জিপিএস ট্র্যাকার সংযুক্ত করা হয়েছে। পিজা ডেলিভারি হওয়ার পর এই সিস্টেমের সাহায্যে সঙ্কেত পাচ্ছে কোম্পানির কর্তৃপক্ষ।-ফক্স নিউজ অবলম্বনে। সাদা রঙধনু! আমরা সবাই জানি রঙধনুর সাত রঙ। কিন্তু সাদা রঙধনুর কথা আগে কখনও শোনা যায়নি। অবিশ্বাস্য হলেও সত্যি, স্কটল্যান্ডের পাহাড়ী অঞ্চলে সম্প্রতি একটি সাদা রঙের রঙধনুর মনোমুগ্ধকর ছবি তুলেছেন আনাড়ি আলোকচিত্রী মেলভিন নিকলসন । ছবিটি তোলার পর প্রথমে এটির গুরুত্ব বুঝতে পারেননি আলোকচিত্রী। তাই শখের বশে তিনি এটি ছেড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি প্রকাশে পর পরই বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন ওই আলোকচিত্রীর সঙ্গে যোগাযোগ করে। অনেকেই প্রশ্ন করেন, ছবিটি কোন গ্রাফিক্স নয় তো? কারণ, সাদা রঙের রঙধনুর খবর তো এর আগে শোনা যায়নি। অনেকেই ছবিটিতে লাইক ও শেয়ার করতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ছবিটি এক লাখবার শেয়ার হয়। আর লাইক পড়ে দুই লাখের বেশি। পরে ওই আলোকচিত্রীর খোঁজ পায় গণমাধ্যমকর্মীরা। মেলভিন নিকলসন বলেন, স্কটল্যান্ডের পাহাড়ী এলাকায় আমি ছবি তুলতে গিয়েছিলাম। রঙধনুর এই দৃশ্য আমাকে হতবাক করে দেয়। আমি মুগ্ধ হয়ে যাই। দৃশ্যটি ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করি। এই রঙধুন বিষয়ে স্কটল্যান্ডের বিজ্ঞানীরা বলেছেন, এ ধরনের সাদা রঙধনুকে স্থানীয় ভাষায় কুয়াশাচ্ছন্ন রঙধনু বলা হয়ে থাকে। কারণ হিসেবে তিনি বলেন, কুয়াশা এবং মেঘের মাঝে অতিক্ষুদ্র জলকণা থাকে। এর ওপর আলো পড়লেই এই ধরনের সাদা রঙধনুর অবয়ব তৈরি হয়। তবে এটা বিরল ঘটনা। কালেভদ্রে এসব দেখা যেতে পারে।-ডিশকভারি চ্যানেল অনলাইন অবলম্বনে।
×