ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএলের চূড়ান্ত পর্ব শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৮, ২৫ নভেম্বর ২০১৬

বিপিএলের চূড়ান্ত পর্ব শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের খেলা শনিবার। অথচ বৃহস্পতিবার কী সিরিয়াস তিনি! সব দলের ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছেন। আর সাকিব একা স্টেডিয়ামের ইনডোরে আধা ঘণ্টার বেশি সময় ধরে ব্যাটিং করেই গেলেন। তাতেই বোঝা যাচ্ছে, আজ দুপুর দেড়টায় রংপুর রাইডার্স-রাজশাহী কিংস ও সন্ধ্যা সোয়া ছয়টায় খুলনা টাইটান্স-বরিশাল বুলস ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া বিপিএলের চূড়ান্ত পর্বের খেলাটাকে কতটা গুরুত্বসহকারে নিচ্ছেন সাকিব। গুরুত্ব দেয়ারই কথা। এ চূড়ান্ত পর্বেই যে দলগুলোর উত্থান-পতন নিহীত আছে। যে দল এখন থেকে জিতবে, তারা এগিয়ে যাবে। হারা দল পিছিয়ে পড়বে। সেরা চারে খেলার সম্ভাবনা উজ্জ্বল হতে থাকবে জিততে থাকলে। আর হারলে বিদায় নেয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠবে। এ পর্বের শুরুতেই আজ দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ষষ্ঠ স্থানে থাকা রাজশাহী কিংস। আর দ্বিতীয় ম্যাচে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা খুলনা টাইটান্সের বিপক্ষে খেলবে পঞ্চম স্থানে থাকা বরিশাল বুলস। প্রথম ম্যাচটি দুপুর দেড়টায় ও দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সোয়া ছয়টায় শুরু হবে। দুটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সাত দলের এ টুর্নামেন্টে লীগপর্বে মোট ৪২টি ম্যাচ হবে। ৪ ডিসেম্বর শেষ হবে লীগপর্ব। এরমধ্যে ২৪টি ম্যাচ শেষ হয়ে গেছে। লীগপর্বে আরও ১৮টি ম্যাচ হবে। লীগপর্ব শেষ হতে এখনও ১০ দিন বাকি। সেরা চার দল লীগপর্বের গ-ি অতিক্রম করবে। তিন দল বিদায় নেবে। এখন লীগের যে অবস্থা, তাতে সেরা চার দল মিলে যাওয়ার বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে আছে। চট্টগ্রাম পর্ব শেষে ১০ পয়েন্ট করে পেয়েছে রংপুর ও খুলনা। ৮ পয়েন্ট করে পেয়েছে ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং ভাইকিংস। ৬ পয়েন্ট পেয়েছে বরিশাল। ৪ পয়েন্ট পেয়েছে রাজশাহী। পয়েন্ট তালিকার তলানিতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ পয়েন্ট পেয়েছে। এ দলগুলোর মধ্যে শুধু রংপুর ও রাজশাহীই ৬ ম্যাচ করে খেলেছে। চিটাগাং ভাইকিংস খেলেছে ৮ ম্যাচ। বাকি দলগুলো ৭ ম্যাচ করে খেলেছে। সাধারণ হিসেবে ১২ পয়েন্ট হলেই শেষ চারে থাকার দাবিদার হয়ে উঠবে দলগুলো। সে হিসাবে কুমিল্লার টানা ৫ ম্যাচই জিততে হবে। অঘটন কিছু ঘটিয়ে না ফেললে তা কি সম্ভব? শুরুতে টানা ৫ ম্যাচ হারা দলটি যে বিপদের মধ্যে পড়ে আছে। বর্তমান চ্যাম্পিয়ন দল হয়েও যে এবার কিছুই করতে পারছে না। কুমিল্লা তাই লীগপর্বের গ-ি অতিক্রম করবে, তা এ মুহূর্তে কেউই ভাবছে না। কুমিল্লার সঙ্গে রাজশাহীও বিপাকে পড়ে আছে। যদিও দলটির হাতে এখনও ৬ ম্যাচ আছে। এ ম্যাচগুলোর মধ্যে ৪টি ম্যাচ জিতলে হবে ১২ পয়েন্ট। ঢাকা পর্বের তিন ম্যাচে ১টি ও চট্টগ্রাম পর্বের তিন ম্যাচে ১টি জয় পেয়েছে রাজশাহী। তাতে বোঝাই যাচ্ছে, রাজশাহীও বিপত্তির মধ্যেই আছে। ৬ ম্যাচের মধ্যে চারটি জিতে যাবে রাজশাহী, তাও কারও ভাবনায় নেই। কুমিল্লা ও রাজশাহী তাই সবার ভাবনার বাইরেই চলে গেছে। বাকি থাকে আর পাঁচটি দল। সেই পাঁচ দলের মধ্যে সবচেয়ে সুবিধাজনক স্থানে আছে রংপুর ও খুলনা। একটি করে ম্যাচ জিতলেই সেরা চারে থাকার সম্ভাবনা উজ্জ্বল হয়ে যাবে। আর দুটি ম্যাচ জিতলে তো নিশ্চিত হয়ে যাবে। রংপুর ও খুলনা তাই সুবিধার মধ্যেই আছে। এ দুই দল যে সেরা চারে স্থান করে নেবে, অঘটন কিছু না ঘটলে তা নিশ্চিত বলা যায়। তবে ঢাকা ও চিটাগাংয়ের হুমকি হয়ে দাঁড়াতে পারে বরিশাল। ১২ পয়েন্ট অর্জন করতে হলে দুটি করে ম্যাচ জিততে হবে ঢাকা ও চিটাগাংয়ের। ঢাকার হাতে আছে ৫ ম্যাচ। সেখানে চিটাগাংয়ের হাতে আছে ৪ ম্যাচ। তবে দুই দলের সামনেই ২টি করে ম্যাচ জেতা কঠিন কিছু নয়। এ দুই দলের জন্য অবশ্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বরিশাল। বরিশালের হাতে আছে ৫ ম্যাচ। পয়েন্ট আছে ৬। বরিশালকে এ ৫ ম্যাচের মধ্যে অন্তত ৩টি ম্যাচ জিততে হবে। ঢাকা ও চিটাগাংয়ের চেয়ে একটু কঠিন পরিস্থিতিতেই আছে বরিশাল। তবে ৫ ম্যাচের মধ্যে যদি বরিশাল চারটি ম্যাচ জিতে যায়, ঢাকা ও চিটাগাংয়ের মধ্যে কোন দল হারের গোলকধাঁধায় পড়ে যায়; তাহলে বরিশালেরও শেষ চারে খেলার সুযোগ ধরা দিতে পারে। সেই শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করার চূড়ান্ত পর্ব আজ শুরু হচ্ছে। দেখা যাক, এখন কোন চার দল শেষ চারে খেলা নিশ্চিত করে।
×