ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকিল জামান ইনু

দ্য হুইসলার

প্রকাশিত: ০৫:২৩, ২৫ নভেম্বর ২০১৬

দ্য হুইসলার

প্রকাশিত হয়েছে জন রে গ্রিশামের নতুন ক্রাইম থ্রিলার দ্য হুইসলার এবং যথারীতি ঠাঁই করে নিয়েছে নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকার শীর্ষে। যথারীতি বলা এ জন্য যে, সেই ১৯৯১ এ তার দ্বিতীয় গ্রন্থ দ্য ফার্ম একটানা ৪৭ সপ্তাহ শীর্ষে অবস্থানের পর থেকে গ্রিশামের রচনা বেস্ট সেলারের তালিকায় ঠাঁই না পাওয়াই অস্বাভাবিক। তিনি সেই বিরল লেখক যিনি কলমের টানে পাঠককে পৌঁছে দেন, অপরাধ, দুর্নীতি, কালো টাকা, অপরাজনীতি আর আইন প্রয়োগকারীদের এক রোমাঞ্চকর ভুবনে। উন্মোচন করেন সমাজের এক অন্ধকার দ্যক। বলা যায় সে অন্ধকারের ছবি আঁকেন শব্দের পর শব্দ সাজিয়ে। তার এবারের রচনার কেন্দ্রে আছেন এক দুর্নীতিপরায়ণ বিচারক। একজন গোয়েন্দাও। ইন্ডিয়ান রিজার্ভেশনের চিত্র, হত্যা, ক্যাসিনো আর পচে যাওয়া সমাজের এক অদৃশ্য ক্ষমতাবান যার পরিচয় এখানে দ্য হুইসলার। তার দ্য হুইসলার গ্রন্থে আমরা দেখব ষড়যন্ত্রের এক বিশদ বর্ণনা, পটভূমি ফ্লোরিডার প্যানহ্যান্ডেল। এক ইন্ডিয়ান রিজার্ভেশনকে ঘিরে সংঘটিত অপরাধী চক্রের কার্যক্রম আর বিকিয়ে যাওয়া এক বিচারক যিনি দুর্নীতির মাধ্যমে সফল করতে চান তার উচ্চাকাক্সক্ষা। ‘দ্য হুইসলার’-এর নায়িকা লেসি স্টোল্টজ। ফ্লোরিডার এক অপরাধ তদন্তকারী কর্মকর্তা যিনি যার নয় বছরের কর্মজীবনে সবচেয়ে চাঞ্চল্যকর মামলাটিতে জড়িয়ে পড়েন। এক দুর্নীতিপরায়ণ বিচারকের ডিভোর্স সংক্রান্ত মামলার ভূমিকাকে কেন্দ্র করে। তদন্তকালে তার ক্যারিয়ার পরে হুমকির মুখে। এক অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দ্যতে চায়। গ্রিশামের বিরুদ্ধে অভিযোগ আছে তার রচনায় নারী চরিত্র দুর্বল উপস্থাপনের। এবার বোধকরি জবাব দ্যলেন তার। তার নায়িকা লেসি যিনি ৩৬ বছর বয়সেও একাকী বাস করেন। বিছানার কেন্দ্রেও তিনি একা। নিজে উপার্জন করেন ও ব্যয় করেন নিজের মর্জিতে। তারা চলাচল নিজের মত। ক্যারিয়ার নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন। তার বিকেলগুলো কাটে একা। বেলা শেষে সত্য হলো তার আত্মার রিমোর্ট কন্ট্রোলটি তার হাতে। মজার ব্যাপার হলো তার উপন্যাসে বিকিয়ে যাওয়া বিচারকটিও একজন নারী। ভোগবাদ্যতার প্রতি তার প্রবল আকর্ষণ। শ্যানেল ব্র্যান্ডের হাতব্যাগ, পিকাসোর লিথোগ্রাফ থেকে শুরু করে ব্যক্তিগত প্লেন সব তার চাই-ই। একটি ট্রাইবাল ক্যাসিনো, জুয়াবিরোধী এক নেটিভ আমেরিকাননের হত্যা মামলা সুযোগ এনে দেয় তার স্বপ্ন পূরণের। গ্রিশাম ভক্ত যারা তার উপন্যাসে র্কোট রুম ড্রামার অপেক্ষায় থাকেন কিছুটা ‘দ্য হুইলসার’ তাদের আশাহত করবে কিছুটা। উপন্যাসটির প্রথম অংশ ল এ্যান্ড অর্ডার হলেও উপন্যাসজুড়ে আছে নায়িকা লেসি স্টোল্টজ আর তার অপরাধ দমন স্কোয়াডের কার্যক্রম। নিজে আইনজীবী ছিলেন তাই তার অন্য সব উপন্যাসের মতোই এ উপন্যাসেও আইনজীবীদের নিয়ে আছে তীক্ষè পর্যবেক্ষণ। জন রে গ্রিশাম। জন্ম ৮ ফেব্রুয়ারি ১৯৫৫, যুক্তরাষ্ট্রের আরকানসাসে। ৬১ বছর বয়সী গ্রিশাম থ্রিলার রচনায় অর্জন করেছেন প্রবাদপ্রতিম খ্যাতি বলা যায় এক জীবন্ত কিংবদন্তির নাম জন গ্রিশাম। রচনা করেছেন একের পর এক বেস্ট সেলার থ্রিলার, পাশাপাশি একজন আইনজীবী ও রাজনীতিবিদও গ্রিশাম। আইন ও ক্রাইম থ্রিলার রচনার পাশাপাশি তিনি আমেরিকান ফুটবল ও বেসবল নিয়েও লিখে থাকেন। মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের স্নাতক জন গ্রিশাম ১৯৮১ তে আইনে স্নাতক অর্জন করেন ইউনিভার্সিটি অব মিসিসিপি স্কুল অব ল থেকে। প্রায় এক দশক ক্রিমিনাল ল প্রাকটিস করেন। সেই সঙ্গে মিসিসিপির হাউস অব রিপ্রেজেনন্টেটিভের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ থেকে ১৯৯০ পর্যন্ত। তার প্রথম উপন্যাস লেখার শুরু ১৯৮৪ তে যা প্রকাশিত হয় ১৯৮৯ এ নাম টাইম টু কিল। তার প্রথম বেস্ট সেলার উপন্যাস দ্য ফার্ম ১৯৯১ এ প্রকাশিত হয়। এটি নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকার শীর্ষে অবস্থান করে একটানা ৪৭ সপ্তাহ। এ পর্যন্ত বইটির বিক্রি ৭ মিলিয়ন ছাড়িয়েছে। তার উপন্যাস দ্য ফার্ম নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছেন টমক্রুজ। ২০০১ এ এসে এ পেইনটেড হাউস উপন্যাসে গ্রিশামের লেখায় আসে পরিবর্তনের ছোঁয়া। উঠে আসে দক্ষিণাঞ্চলের গ্রামীণ জীবনচিত্র। কিন্তু তার থ্রিলার রচনা থেমে থাকেনি। মাঝে সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন। ২০১০ এ এসে গ্রিশাম নয় থেকে বারো বছর বয়সীদের জন্য সিরিজ রচনা শুরু করেন নাম ‘থিওডোর বোন’। গ্রিশামের ভাষায় ছোটদের জন্য সিরিজ রচনায় তার অনুপ্রেরণার উৎস কন্যা শেয়া। তবে এই রচনাগুলোও আইনকেন্দ্রিক। গ্রিশামের ভাষায় প্রতিটি উপন্যাস রচনায় তার সময় লাগে মাত্র ছয় মাস। তার প্রিয় লেখক জন লি ক্যারি। তার রচিত দ্য চেম্বার দ্য ক্লায়েন্ট, দ্য রেইন মেকারসহ আরও কিছু উপন্যাস নিয়েও নির্মিত হয়েছে চলচ্চিত্র। ৪২টি ভাষায় অনূদ্যত হয়েছে গ্রিশামের রচনা। সারা বিশ্বে বিক্রীত তার বইয়ের সংখ্যা ৩০০ মিলিয়নেরও বেশি। গ্রিশাম সেই বিরল তিনজন লেখকের একজন যার বইয়ের প্রথম সংস্করণ বিক্রি হয়েছে ২ মিলিয়ন কপির বেশি। বাকি দুজন টম ক্লাস্কি ও জে কে রাউলিং। মে ৮, ১৯৮১ তে বিয়ে করেন স্ত্রী রেনে জোনসকে। দুই সন্তানের জনক, কন্যা শেয়া ও পুত্র টাই। বাস করেন মিসিসিপি ও ভার্জিনিয়ায়। পৃষ্ঠা : ৩৭৪, মূল্য : ২৮.৯৫ ইউএসডি
×