ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শামিমা নাসরীন

এক মাছের দাম এত!

প্রকাশিত: ০৫:২০, ২৫ নভেম্বর ২০১৬

এক মাছের দাম এত!

থাইল্যান্ডের নাখোন পাথম প্রদেশে একটি মাছ বিক্রি হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩৪০ টাকায় (১ হাজার ৫৩০ ডলার)। হবেই না কেন, মাছটি যে সে দেশের জাতীয় পতাকার গায়ে জড়িয়ে থাকে সব সময়। আরে সে তো জন্ম নিয়েছেই পতাকা গায়ে জড়িয়ে! অবাক লাগছে নিশ্চয়। হ্যাঁ মাছটির গায়ে সে দেশের জাতীয় পতাকার রঙের শেড রয়েছে। আর এ কারণেই ওই মাছ এত দামে বিক্রি হয়েছে। আর ভেঙে দিয়েছে পুরনো সব রেকর্ড। থাইল্যান্ডে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া মাছ এটি। মাছটির গায়ে লাল, নীল ও সাদা রঙের শেড রয়েছে। যা দেখতে অবিকল থাইল্যান্ডের জাতীয় পতাকার মতোই। এই মাছের মালিক কাচেন ওয়ারাক তার ছবি ফেসবুকে আপলোড করার পর ছবিটি ভাইরাল হয়ে গেছে। তিনি মাছটি নিলামে বিক্রির জন্য ৬ নবেম্বর ছবিটি ফেসবুকে পোস্ট করেন। কাচেন জানান, বেটাফিশটি বেড়ে ওঠার আগেই পতাকার রং তার গায়ে ছিল। এর আগে তিনি সর্বোচ্চ ২৩ হাজার ৫০০ বাথে বিক্রি করেছিলেন একটি অর্ধচাঁদ আকৃতির বেটাফিশ। কাচেন বলেন, জাতীয় পতাকার এমন আসল রং সমৃদ্ধ মাছ এক লাখের মধ্যে একটি হতে পারে।
×