ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অটোগ্রাফ শিকারি আনোয়ারুল কাদির

প্রকাশিত: ০৫:২০, ২৫ নভেম্বর ২০১৬

অটোগ্রাফ শিকারি আনোয়ারুল কাদির

নওগাঁর ৭২ বছর বয়সী মোহাম্মদ আনোয়ারুল কাদিরের সংগ্রহে রয়েছে তিন হাজারেরও বেশি খ্যাতিমান ব্যক্তির অটোগ্রাফ। নামের তালিকা দেখলে অবাক হবেন যে কেউ। অটোগ্রাফ দেয়ার পাশাপাশি কেউ কেউ নিজহাতে চিঠি লিখেও কাদিরকে উৎসাহিত করেছেন। অটোগ্রাফের পাশাপাশি বিভিন্ন দেশের স্ট্যাম্প ও সংবাদপত্রের কাটিং সংগ্রহ করেন তিনি। ১২ বছর বয়সে শুরু : আইন বিষয়ে স্নাতক কাদির বলেন, ‘১২ বছর বয়স থেকে তিনি অটোগ্রাফ সংগ্রহ শুরু করেন। এখনো চালিয়ে যাচ্ছেন।’ মূলত চিঠি লিখে তিনি অটোগ্রাফ সংগ্রহ করেন। কিউবার ফিদেল ক্যাস্ট্রোর কাছ থেকে অটোগ্রাফ পেতে তাঁকে ৪০ বছর অপেক্ষা করতে হয়েছে বলে জানান তিনি। বিশ্বনেতাদের অটোগ্রাফ : দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, মালয়েশিয়ার নেতা মাহাথির মোহাম্মদ, এঁদের সবার অটোগ্রাফ রয়েছে কাদিরের কাছে। তাঞ্জানিয়ার প্রথম প্রেসিডেন্ট জুলিয়াস কে নিরেরে (বামে) ও দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুর অটোগ্রাফও রয়েছে তার কাছে। এছাড়াও জওহরলাল নেহের, বেনজির ভুট্টো, সত্যজিৎ রায়, প্রথম এভারেস্টজয়ী শেরপা তেনজিং নোরগে ও স্যার এডমান্ড হিলারি, বিশ্বখ্যাত সাঁতার মাইকেল ফেলপস, পাকিস্তানের ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানÑ এঁদের অটোগ্রাফও রয়েছে। ‘মিকি মাউস’ খ্যাত ওয়াল্ট ডিজনির এবং বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ শিম্পাঞ্জি বিশেষজ্ঞ ব্রিটিশ নাগরিক জেন গুডঅল-এর অটোগ্রাফও রয়েছে কাদিরের সংগ্রহে। আরও আছে জার্মান চ্যান্সেলর কনরাড আডেনাউয়ার ; চ্যান্সেলর ভিলি ব্রান্ট; চ্যান্সেলর লুডভিশ এয়ারহার্ড, প্রেসিডেন্ট টেওডর হয়েস ; প্রেসিডেন্ট হাইনরিশ ল্যুবকে; প্রেসিডেন্ট রোমান হ্যারৎসগ এর অটোগ্রাফ। এছাড়া জাতিসংঘের প্রথম মহাসচিবসহ মোট সাতজন মহাসচিব, ৬০ জন নোবেলজয়ী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডিসহ আরও কয়েকজন প্রেসিডেন্টের অটোগ্রাফ রয়েছে কাদিরের সংগ্রহে। শুধু অটোগ্রাফ নয়, উৎসাহও : বিখ্যাত ব্যক্তিদের অনেকে অটোগ্রাফ দেয়ার পাশাপাশি নিজহাতে চিঠি লিখে কাদিরকে উৎসাহিত করেছেন। অটোগ্রাফের পাশাপাশি বিভিন্ন দেশের স্ট্যাম্প ও সংবাদপত্রের কাটিংও সংগ্রহ করেন তিনি। ভবিষ্যত পরিকল্পনা : কাদির বলেন, ‘আমি নিজে একজন প্রতিবন্ধী, তাই আমি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই আমার অটোগ্রাফগুলোর একটা বড়সড় আন্তর্জাতিক প্রদর্শনী করতে চাই। এছাড়া ইংরেজীতে একটা বইও প্রকাশ করার ইচ্ছা আছে আমার। সেখানে বিশিষ্ট ব্যক্তিদের ছবির পাশাপাশি থাকবে তাঁদের জীবনবৃত্তান্ত ও অটোগ্রাফ।’ সূত্র : ডয়েচে ভেলে
×