ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্যাশন হচ্ছে পারসোনালিটির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া

প্রকাশিত: ০৫:১৪, ২৫ নভেম্বর ২০১৬

ফ্যাশন হচ্ছে পারসোনালিটির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া

মডেলিং শুরু করেছেন কত দিন হলো? -তাতো প্রায় ২০০১ সাল থেকে হবে। আফজাল শরীফের একটি এডের মাধ্যমে মিডিয়াতে আসা। ফ্যাশনকে আপনি কীভাবে দেখেন? -ফ্যাশন পুরোটাই হলো নিজের কাছে। সামার কিংবা উইন্টারে নিজেকে সবার মাঝে প্রেজেন্ট করাই আমার কাছে ফ্যাশন। বলতে গেলে নিজের পারসোনালিটি, স্টাইল নিজের মতো করে গুছিয়ে রাখায় আমার কাছে ফ্যাশন, তবে অবশ্যই কাউকে ফলো করা নয়। কোথা থেকে শপিং করেন? -যেহেতু আমি ওয়েস্টার্ন ড্রেস বেশি পরি তাই শপিংটা দেশের বাইরে থেকেই করা হয়। তবে বাঙলী পোশাক পরলে অবশ্যই নিউমার্কেট বা গাউসিয়া থেকেই কিনি। কি ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন? -অবশ্যই ওয়েস্টার্ন ড্রেস। কেন জানি মনে হয় এই ড্রেস আমার সময়টা অনেকটা বাঁচিয়ে দেয়। তবে সালোয়ার কামিজও অনেক পছন্দের। কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করেন? -সব ব্র্যান্ডই ব্যবহার করি। তবে বার্বেরি আর গুচিটা বেশি ভাল লাগে। সানগ্লাস? -ড্রেসের সঙ্গে মিল রেখে যেটা ভাল লাগে সেটাই পরি। অলঙ্কার পরতে কি ভাল লাগে? -না খুব একটা ভাল লাগে না। একদম সিম্পল থাকার চেষ্টা করি তবে হালকা লকেট মাঝে মাঝে পরি। ঘড়ির ক্ষেত্রে পছন্দ কোনটা? -ইটখঙঠঅ ব্রান্ডের প্রায়রোটি বেশি দেয়। কোন ব্যান্ডের জুতা পরেন? -পা ছোট তো তাই সব জুতাই পরি। তবে ফ্যাশনেবল যেন হয় সেদিকে বেশি খেয়াল রাখি। অবসর সময়ে কি করেন? -আমি অনেক ভাল রান্না করতে পারি। সবাই অনেক প্রশংসাও করে। সময় পেলেই মনের মতো করে সারাদিন রান্না করি। বলতে পারেন রান্না করা আমার শখের মধ্যে পড়ে। কোন ধরনের রঙের পোশাকের উপর দুর্বলতা আছে? -সাদা। কেন জানি এই রং আমাকে অনেক টানে। আর পবিত্রতার, শুভ্রতার রং মনে হয় সাদাকে বলে। ব্যক্তিগতভাবে কি গাড়ি ব্যবহার করেন? -হ্যাঁ গাড়ি ব্যবহার করি। তবে ড্রাইভার রেখেছি ফাঁকা রাস্তা পেলে একটু নিজে চালাই। ঘুরতে পছন্দ করেন? মন খারাপ থাকলে কোথায় যান? -আমি অনেক ঘুরতে পছন্দ করি। ইচ্ছা হলে বা সময় পেলেই গ্রামের বাসা ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। গ্রামই আমার কাছে খুব ভাল লাগে। তাই প্রতি মাসেই যাওয়া হয়। কোন ফ্যাশন আইকনকে ভাল লাগে বা ফলো করেন? -আমি আগেই বলেছি আমি আসলে কাউকে ফলো করি না। আমি নিজে যা তা প্রেজেন্ট করারই চেষ্টা করি। প্রিয় মানুষ কে? -অবশ্যই আমার বাবা। আমি আমার বাবাকে ফলো করি, আমি ফলো করি আমার বাবার আইডোলজি। হি ইজ মাই আইকন বলতে পারেন। নতুন যারা ফ্যাশন জগতে আসছে বা ক্যারিয়ার শুরু করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? -একটা কথাই বলব কাউকে ফলো করবেন না, নিজেকে দেখবেন। আর আমি নিজে কি পারি তা নিজের যোগ্যতা, কাজ, পারসোনালিটি অনুযায়ী তুলে ধরবেন। কখনও থেমে যাবেন না। আর কাজকে অনেক বেশি ভাল বাসবেন। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান বা স্বপ্ন কি? -আমার স্বপ্নটা একটু ডিফারেন্ট। আমি কখনও নিজেকে সেলিব্রেটি ভাবি না। আর আমি নামকরা সেলিব্রেটি হতেও চায় না। আমি যা আছি তাই পারফেক্ট। তবে আমি একটি বৃদ্ধাশ্রম আর এতিমখানা চালাই। কেন জানি মনে হয় এই মানুষগুলো আমাকে অনেক বেশি ভালবাসে আর আমিও এই মানুষগুলোকে অনেক ভালবাসি। আমার স্বপ্ন বলতে পারেন, সারাটা জীবন যেন এই মানুষগুলোর পাশে থাকতে পারি। তাদের সুখ-দুঃখ যেন ভাগাভাগি করতে পারি। তা হলেই আমি সার্থক।
×