ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:১১, ২৫ নভেম্বর ২০১৬

টুকরো খবর

দুই দস্যু ও ব্যবসায়ী আটক নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৪ নবেম্বর ॥ মংলায় আন্তঃজেলা দস্যু দলের দুই সদস্যসহ এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মংলা পৌর শহরের দুটি বাড়ি থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা। এ দস্যু দলের সিন্ডিকেটে অন্তত ২০ সদস্য সক্রিয় রয়েছে বলে আটককৃতরা জানিয়েছে। পুলিশ জানায়, এ চক্রের সদস্যরা গত দেড় মাসে শহর ও শহরতলীর একাধিক বসতবাড়িতে দস্যুতার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে শহরের ফেরিঘাট এলাকায় কহিনুরের বাড়িতে এবং সোমবার রাতে শহরতলীর কেওড়াতলায় সিবিএ নেতা সওকাত আলীর বাড়িতে দস্যুতা সংঘটিত হয়। এ সময় দস্যু দলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। বুধবার গভীর রাতে পুলিশ খুলনা জেলার দাকোপ থানার বানীশান্তা পতিতা পল্লীতে অভিযান চালিয়ে দস্যু সিন্ডিকেট চক্রের মূলহোতা সোহেলকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে সহযোগী কালু নামের আরেকজনকে আটক ও লুণ্ঠিত টাকা স্বর্ণালঙ্কারের আংশিক উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে চোরাই স্বর্ণালঙ্কার বেচাকেনার অভিযোগে মংলা শহরের এক স্বর্ণ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তিন গুড় কারখানা মালিকের জরিমানা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ নবেম্বর ॥ লালাপুরে কাপড় ও প্রিন্টিং রং ও কেমিক্যাল দিয়ে গুড় উৎপাদন করায় তিন কারখানার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবু তাহির ওই তিন মালিককে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেন। সূত্র জানায়, র‌্যাব-৫ এর এডিশনাল এসপি মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় কাপড় ও প্রিন্টিং রং ও কেমিক্যাল দিয়ে গুড় উৎপাদন করার সময় কারখানার মালিক একই গ্রামের আঃ মালেক, মনিরুজ্জামান এবং আবু বক্করকে হাতে নাতে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবু তাহিরের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করলে বিচারক আবদুল মালেককে এক লাখ, মনিরুজ্জামানকে এক লাখ ও আবু বক্করকে ৫০ হাজার টাকা জরিমানা করে। অস্ত্র বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার ভাটাপাড়া এলাকা থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ এমরান হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে উপজেলার হরিপুর ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর ভাটাপাড়া এলাকায় কতিপয় অস্ত্র বিক্রেতা অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় আমেরিকার তৈরি দুটি ৭ দশমিক ৬৫ মিমি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ এমরান আলীকে র‌্যাব সদস্যরা আটক করে। এমরান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে। জাতীয়করণ স্থগিত না করার দাবি নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৪ নবেম্বর ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজের জাতীয়করণ স্থগিত না করার দাবিতে বৃহস্পতিবার জেলার ৫ রুটে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ করা হয়। রাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির ডাকে এই সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। সড়কগুলো হলোÑ রাঙ্গামাটি রাজস্তলী, রাঙ্গামাটি বান্দরবান, রাজস্থলী চট্টগ্রাম, রাজস্থলী কাপ্তাই ও কাপ্তাই চট্টগ্রাম। উল্লেখ্য, সরকার সম্প্রতি সারাদেশে ১৯৯ গুরুত্বপূর্ণ কলেজ জাতীয়করণ করার ঘোষণা দেয়। এতে রাঙ্গামাটি জেলায় ৫ ঐতিহ্যবাহী কলেজের মধ্যে বাঙ্গারহালিয়া কলেজের নাম রয়েছে। মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কলেজে চিঠিও এসেছে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে ওই কলেজ জাতীয়করণ স্থগিত করেছে বলে অপর একটি চিঠি আসায় এলাকাবাসী ও কলেজের ছাত্রছাত্রীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল কারাগারে কয়েদির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ নবেম্বর ॥ জেলা কারাগারে অসুস্থ হয়ে আলমগীর হোসেন (৩৬) নামে এক কয়েদির মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সে ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি। বুধবার বিকেলে আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। টাঙ্গাইল জেলা কারাগারের জেলার রীতেশ চাকমা জানান, আলমগীর হোসেন বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যান। তিনি মাদকদ্রব্য সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের বিনাশ্রম কারাদ-প্রাপ্ত। সে গত ৯ নবেম্বর থেকে কারাগারে আছেন। তিনি মির্জাপুর উপজেলার পোষ্টকামারী গ্রামের পরেশ আলীর ছেলে। প্রবাসীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ নবেম্বর ॥ দেলদুয়ারে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, দেলদুয়ার উপজেলার পশ্চিমপাড়ার কালিদাস চন্দ্র ম-লের ছেলে গোপাল চন্দ্র ম-ল দীর্ঘদিন ধরে প্রবাসী। তার স্ত্রী একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করেন। বুধবার মধ্যরাতে ৫-৭ জনের ডাকাত গ্রিলের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। রাবিতে শিবির ক্যাডার গ্রেফতার রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) মাসুদ হেলাল জব্বার নামের এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্বার একাধিক নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পুলিশ বলেন, জব্বারের বাড়ি নগরীর দেওয়ানপাড়া এলাকায়। সে নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ নবেম্বর ॥ সুজানগর উপজেলার ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন- সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত, সাতবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম, সাতবাড়ীয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৮ সালের ৬ জুলাই সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত মরহুম আহমদ তফিজ উদ্দিন এমপির শোকসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখো জনতার উপস্থিতিতে এ কলেজটি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও দীর্ঘকাল কলেজটি জাতীয়করণ না করায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ নবেম্বর ॥ বুড়িগঙ্গার তীরে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। কেরানীগঞ্জের কালিগঞ্জ তৈলঘাট থেকে বুড়িগঙ্গা ২য় সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনামুক্ত করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্মপরিচালক গুলজার আলী। এ সময় উপস্থিত ছিলেনÑ সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান, সুপারভাইজার মনিরুল ইসলাম। উচ্ছেদ অভিযানে নৌপুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। মুক্তিযোদ্ধাকে মারধর ॥ আটক ১ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে আশরাফ আলী হাওলাদার নামে এক মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে মারপিটের ঘটনায় জামাল উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। আটক জামাল মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আলী আকবরের ছেলে। আহত মুক্তিযোদ্ধা আশরাফ আলী এখনও মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাতে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন ডেকে নিয়ে তাকে মারপিট করে। অস্ত্রসহ দম্পতিকে আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামে অভিযান চালিয়ে দুটি বন্দুক ও ৫১ রাউন্ড গুলিসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। র‌্যাব-৬ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও আটকদের এখন পর্যন্ত শ্যামনগর থানায় হস্তান্তর করেনি। আটক দম্পতিরা হলেন, শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের মতিয়ার গাজী ও তার স্ত্রী হাসিনা খাতুন। ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন বেড়েছে নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ নবেম্বর ॥ ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে জেলায় নারী নির্যাতনের চিত্র তুলে ধরে জেলা নারী ও শিশু নির্যাতন পর্ষদ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ২৫ নবেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘ফরিদপুরের নারী নির্যাতন চিত্র ও আমাদের করণীয়’ বিষয়ে আলোকপাত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পর্ষদের সভাপতি বেলা রানী সরকার ও সদস্য শিপ্রা গোস্বামী। লিখিত বক্তব্যে জানানো হয়, সারাদেশের মতো ফরিদপুরেও নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত জেলায় ১১ নারী হত্যাকা-ের শিকার হয়েছেন। ওই সময় এক শিশুসহ ধর্ষণের শিকার হয়েছে ৪১ জন, ৪৯ নারী অপহরণের শিকার হয়েছে, যৌতুকের কারণে ৮৯ নারী নির্যাতিত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন ঘটনায় আরও ২৮ নারী নির্যাতিত হয়েছেন। ৩শ’ বস্তা ভারতীয় আলুর চালান জব্দ স্টাফ রিপোটার সিলেট অফিস ॥ জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর এলাকা থেকে প্রায় ৩শ’ বস্তার ভারতীয় আলুর একটি চালান আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে দুটি পিকআপসহ এ আলুর চালান আটক করে বিজিবি। তবে চোরাচালানিরা পালিয়ে যায়। এদিকে আটককৃত পিকআপ হচ্ছে সিলেট-ন-১১-১৫২১ এবং ঢাকা মেট্রো-ন-৯৪০৪। স্থানীয় বাসিন্দারা জানান, ভারত থেকে ডিবিরহাওর সীমান্ত দিয়ে প্রায় সময়ই অবৈধ জিনিসপত্র বাংলাদেশে প্রবেশ করে থাকে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ভার্সিটির ছাত্র আহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দুর্বৃত্তরদের ছুরিকাঘাতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। ইফফান নামের ওই শিক্ষার্থী ইউনিভার্সিটির বিবিএ উত্তীর্ণ শিক্ষার্থী। তিনি সার্টিফিকেট তুলতে ভার্সিটিতে গিয়েছিলেন। কে বা কারা ইফফানের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত ইফফানকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামে ৫০ অবৈধ দোকান উচ্ছেদ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর সিটিগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ করা হয়েছে ফুটপাথ ও সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ৫০টি দোকান। বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চসিক সূত্রে জানানো হয়, আকবর শাহ থানার কর্নেলহাট সিটি কর্পোরেশন মার্কেটের সম্মুখে পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে দখল করে বসা দোকানপাট এবং কর্নেলহাট এলাকার ডিটি রোডের উভয় পাশের ফুটপাথ, নালা ও পার্শ্ববর্তী নাজিরখাল অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে বেশকিছু স্থাপনা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ করা হয়েছে এমনই ৫০টি দোকানঘর। ভিক্ষুকমুক্ত ঘোষণা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের ঘোষিত ভিক্ষুক মুক্ত বরিশাল জেলা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাজারে এক পথসভার মাধ্যমে পুরো ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন বার্থী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান প্যাদা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য খায়রুল আহসান খোকন, বজলুর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা আকতারুজ্জামান সাগর প্রমুখ। বনায়নের কয়েক কোটি টাকার গাছ কর্তন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার সড়ক, মহাসড়ক ও অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে সরকারের সবুজ বেষ্টনী প্রকল্পসহ বন বিভাগের বিভিন্ন প্রজাতির কয়েক কোটি টাকার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের এজিএমসহ সাত জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বন বিভাগের এক কর্মকর্তা। জানা গেছে, উপজেলার শহর বাইপাস সড়ক থেকে পয়সারহাট পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় বন বিভাগের রোপিত স্ট্রিপ বাগানের গাছ অবৈধভাবে কেটে ফেলে বরিশাল পল্লী বিদ্যুত সমিতির কর্মচারীরা। সবুজ জ্বালানি ও জলবায়ু সম্মেলন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি পরিবেশ ও স্বাস্থ্য ভাল রাখি’ স্লোগানকে সামনে রেখে শ্যামনগরে অনুষ্ঠিত হলো সবুজ জ্বালানি ও জলবায়ু সম্মেলন ২০১৬। সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক শ্যামনগরে উপজেলা পরিষদে বৃহস্পতিবার এই সম্মেলনের আয়োজন করে। আয়োজন করা হয় র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সহসভাপতি শিউলী রানী ম-লের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গবেষক ও লেখক পাভেল পার্থ, সাংবাদিক আকবার কবীর, ইউপি চেয়ারম্যান জহরুল হায়দার বাবু, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার ম-ল, বারসিকের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, আল ইমরান। তিন মাদক বিক্রেতার দ- স্টাফ রিপোর্টার, মুুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে তিন মাদক বিক্রেতাকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা যতন মারমা বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের করে কারাদ- প্রদান করেন। পুলিশ জানায়, শ্রীনগর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বালাশুর গ্রামের দিপু দাস (২৩), বালাশুর বউবাজারের হযরত মোল্লার ছেলে বিদ্যুত মোল্লা ও পূর্ব বাঘড়ার আঃ মান্নান শেখের ছেলে মোঃ সজীবকে গাঁজাসহ আটক করে। পত্রিকার হকারের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ নবেম্বর ॥ পত্রিকার হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাশে টাঙ্গাইল শহর আশেকপুর বাইপাস এলাকার একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম ছানোয়ার হোসেন (৪২)। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরাট গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
×