ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজ জাতীয়করণ দাবিতে উত্তাল ফুলবাড়িয়া

প্রকাশিত: ০৫:১০, ২৫ নভেম্বর ২০১৬

কলেজ জাতীয়করণ দাবিতে উত্তাল ফুলবাড়িয়া

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নীতিমালার সব শর্ত পূরণের পরও জাতীয়করণের তালিকা থেকে ফুলবাড়িয়া ডিগ্রী কলেজের নাম বাদ পড়ার ঘটনায় উত্তাল ফুলবাড়িয়া। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকসহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ দাবি আদায়ে প্রতিবাদমুখর ও সোচ্চার হয়ে উঠেছে। কলেজ গেটসহ উপজেলা সদরের বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে টানা ৪০ দিন ধরে উড়ছে প্রতিবাদের কালো পতাকা। অটোরিক্সা, রিক্সা, ইজিবাইকসহ দূরপাল্লার বাস-ট্রাকেও দেখা গেছে কালো পতাকার প্রতিবাদ। বৃহস্পতিবার কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা চলমান আন্দোলনের অংশ হিসেবে দুপুরে কালো পতাকা নিয়ে মিছিল শেষে কলেজ গেটে অবস্থান নিয়ে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে রাখে। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় বিতর্কিত সংসদ সদস্য এ্যাডভোকেট মোসলেম উদ্দিনের কারসাজির কারণেই জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়েছে ফুলবাড়িয়া উপজেলার সবচেয়ে প্রাচীন ও বেশি শিক্ষার্থীর এমপিওভুক্ত এই কলেজটি। আন্দোলনকারীরা জানিয়েছে, টানা আন্দোলনের ৪০দিন অতিবাহিত হয়েছে বৃহস্পতিবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন দাবি আদায় কমিটির আহবায়ক অধ্যাপক আবুল হাশেম। এর আগে দাবি আদায়ে হরতাল, অবরোধ, মানববন্ধন, সমাবেশ, অনশন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচী পালন করেছে আন্দোলনকারীরা। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোসলেম উদ্দিন সব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ জাতীয়করণে ডিও লেটার দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে কালো পতাকা হাতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজ জাতীয়করণের ব্যানার নিয়ে বিশাল মিছিল বের করে।
×