ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিজিপিএন স্নাতকোত্তরদের সমাবর্তন

প্রকাশিত: ০৫:১০, ২৫ নভেম্বর ২০১৬

পিজিপিএন স্নাতকোত্তরদের সমাবর্তন

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অন পেডিয়াট্রিক নিউট্রিশন (পিজিপিএন)’ স্নাতকোত্তরদের সমাবর্তন অনুষ্ঠান এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় নেস্লে নিউট্রিশন ইনস্টিটিউট (এনএনআই) এক বছরব্যাপী এ সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে। কোর্সটিতে সারাবিশ্ব থেকে ৪ হাজার ৩শ’ চিকিৎসক অংশ নেন। বিগত বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকেও এ বছর ৩শ’ শিশুরোগ বিশেষজ্ঞ এ কোর্সে অংশগ্রহণ করেন। সনদ বিতরণের মাধ্যমে বছরব্যাপী এ সম্মাননা কোর্সের সমাপনী এবং একটি কর্মশালার আয়োজন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি এবং বিশেষ অতিথি স্বাস্থ্যসেবা অধিদফতরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডাঃ এনায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেসিক সায়েন্স এ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান। সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল সায়েন্স এ্যান্ড রিসার্চের প্রাক্তন ডিন অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী। -বিজ্ঞপ্তি ইস্ট ওয়েস্ট ভার্সিটির ২০ বছর পূর্তি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং এর কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ তার বিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, প্রজেক্ট তৈরির প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, মোবাইল গেম আইডিয়া উদ্ভাবন কর্মশালা এবং আইসিটি সেক্টর নিয়ে বিশেষ সেমিনার ও সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশাল র‌্যালির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শিল্প ও একাডেমি বিষয়ক সেমিনার। সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সম্মানীয় অতিথি ছিলেন শিওর ক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ এবং ডাটা সফট সিস্টেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। -বিজ্ঞপ্তি
×