ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা দিয়াজের মৃত্যু

চবি শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে পরিবারের মামলা

প্রকাশিত: ০৫:১০, ২৫ নভেম্বর ২০১৬

চবি শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে পরিবারের মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্মসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুকে হত্যাকা- দাবি করে আদালতে মামলা দায়ের করেছে তার পরিবার। বৃহস্পতিবার দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও চবি ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু ছাড়াও সংগঠনের আরও কয়েক নেতাকর্মীকে। এর পাশাপাশি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দিয়াজের পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে জাহেদা আমিন চৌধুরী বলেন, ‘আমার মেধাবী ছেলে দেশের সম্পদ ছিল। আমরা কারও কোন করুণা চাই না। আমরা চাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যা বলার তাকেই বলব।’ সংবাদ সম্মেলনে দিয়াজের পরিবার দাবি করে, মামলার আসামিরা দিয়াজের পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা না দেয়ায় আসামিরা দিয়াজকে সুকৌশলে হত্যা করে ঝুলিয়ে রেখে যায়। এর আগে দিয়াজের বাসায় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাংচুর করলেও হাটহাজারী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করে এবং দিয়াজের মাকে হেনস্থার শিকার হতে হয়। দিয়াজের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবারও চবির শাটল আটকে দিয়েছে দিয়াজের অনুসারীরা। পাশাপাশি শিক্ষক বাসের চালককেও অপহরণ করে তারা। প্রায় এক ঘণ্টা চালককে আটকে রেখে পরে তাকে ছেড়ে দেয়। স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিডের জাতিসংঘ পুরস্কার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ও বাংলাদেশী প্রতিষ্ঠান সোলশেয়ারের যৌথভাবে উদ্ভাবিত গবেষণা প্রকল্প বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড জাতিসংঘের জলবায়ু পুরস্কার ‘মোমেন্টাম ফর চেঞ্জ পদক’ ২০১৬ এ ভূষিত হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রত্যন্ত গ্রাম সাকিম আলী মাতব্বর। এই গ্রামের আটটি পরিবার তাদের ঘরে উৎপাদিত সৌর বিদ্যুত ভাগাভাগি করে ব্যবহার করে। একজনের বাড়িতে উৎপাদিত বাড়তি বিদ্যুত চলে যায় আরেকজনের ঘাটতি পূরণে। এভাবে এক ধরনের বিদ্যুত লেনদেন ঘটে নতুন এক প্রযুক্তির মাধ্যমে। এমন সাফল্যের জন্য মরক্কোর মারাক্কেসে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক প্রকল্পটির দলনেতা ও প্রধান গবেষক শাহরিয়ার আহমেদ চৌধুরী, প্রকল্পের প্রযুক্তি উন্নয়ন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সোলশেয়ারের এমডি সেবাস্টিয়ান গ্রো, প্রকল্পের প্রযুক্তি পরিচালনাকারী এনজিও উপকূলীয় বিদ্যুতায়ন এবং মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক এম নাসির উদ্দিন ও গবেষণা প্রকল্পটির আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান ইটকলের পরিচালক এনামুল করিম পাভেলের হাতে পরস্কার তুলে দেয়া হয়। -বিজ্ঞপ্তি
×