ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরম পূরণে বাড়তি টাকা ॥ বরিশালে মানববন্ধন

প্রকাশিত: ০৫:০৮, ২৫ নভেম্বর ২০১৬

ফরম পূরণে বাড়তি টাকা ॥ বরিশালে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এসএসসির ফরম পূরণে বর্ধিত ফি নেয়ার প্রতিবাদ করায় ক্লাস না নিয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দিয়েছে শিক্ষকরা। বৃহস্পতিবার নগরীর নতুনবাজার এলাকার মথুরানাথ পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ওইদিন দুপুরে বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরা জানান, আসন্ন এসএসসি পরীক্ষায় ওই স্কুলের ৮৭ শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণে শিক্ষাবোর্ড নির্ধারিত ফির থেকেও বিনা রশিদে দুই হাজার টাকা বেশি নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে স্কুল কর্তৃপক্ষ বলছেন ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি নেয়া হয়েছে। বারতি টাকা ওইসব শিক্ষার্থীদের কাছে পাওনা ছিল। মথুরানাথ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, শিক্ষাবোর্ড বিজ্ঞান বিভাগের ফরম পূূরণে ১৪শ’ টাকার সঙ্গে ৩৮৫ টাকা কেন্দ্র ফি এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ফরম পূরণে কেন্দ্র ফিসহ ১৪শ’ ৫০ টাকা নেয়া হয়েছে। তবে বোর্ড নির্ধারিত ফরম পূরণের বাইরে যে টাকা নেয়া হয়েছে তা বিদ্যালয় পরিচালনা পরিষদের পূর্ব নির্ধারিত ছিল। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক বলেন, তারা প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির তালিকা পাঠিয়েছেন। এর বাইরে কেউ ফরম পূরণের নামে বারতি টাকা নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেনীতে সাড়ে ১৪শ’ পাখি উদ্ধার ॥ আটক তিন নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২৪ নবেম্বর ॥ র‌্যাব-৭ ফেনী সিপিসি-১এর টিম ও বন বিভাগ বৃৃহস্পতিবার ভোরে যৌথ অভিযান চালিয়ে ফেনীর বিভিন্ন স্থান থেকে এক হাজার ৪৫১ বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের আইনের আওতায় এনে পাখিগুলো অবমুক্ত করা হবে বলে জানান র‌্যাব ফেনী সিপিসি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম। পরে মহিপালের পাসপোট অফিস এলাকা থেকে আতিয়ার রহমান, রুহুল আমিন শেখ ও রনি তালুকদারকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।
×