ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়কে চাচা-ভাইপোসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৫:০৮, ২৫ নভেম্বর ২০১৬

সড়কে চাচা-ভাইপোসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভ্যান-বাস সংঘর্ষে যশোরে চাচা-ভাইপো, চাঁদপুরে ট্রাক চাপায় আরোহী, রূপগঞ্জে বাসচাপায় যুবক নিহত, বাগেরহাটে ভ্যানে ওড়না পেঁচিয়ে শিশু নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। যশোর ॥ ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রীবাহী বাসের সংঘর্ষে চাচা-ভাইপো নিহত ও আরও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সতীঘাটায় এ দুর্ঘটনার ঘটে। নিহতরা হলেন, মণিরামপুর উপজেলা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে ইঞ্জিনভ্যান চালক আজিজুল (৪৫) ও হাতেম গাজীর ছেলে রবিউল ইসলাম (৩৫)। সম্পর্কে এরা চাচা-ভাইপো। আহতরা হলেন, একই এলাকার এমদাদ আলীর ছেলে বজলু, জিন্নাত আলীর ছেলে মাহবুব, আব্দুল জলিলের ছেলে আহাদ ও আব্দুস শহীদের ছেলে সোহাগ। আহতদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তারা মণিরামপুর থেকে ইঞ্জিনচালিত ভ্যানযোগে যশোরের দিকে যাচ্ছিলেন । সতীঘাটায় সড়কের বাঁক অতিক্রমকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক চাচা আজিজুল ও ভাইপো রবিউল মারা যান। চাঁদপুর ॥ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি এলাকায় বালুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শামীম আহম্মেদ (২৩) নিহত হয়েছে। এই ঘটনায় দুই আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। (আহত দুজনের নাম জানা যায়নি)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শাহরাস্তি উপজেলার বাদিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আহম্মেদ শাহরাস্তি উপজেলার উপলতা গ্রামের বাসিন্দা। সে দোয়াভাঙ্গায় একটি ওয়ার্কশপের শ্রমিক। বাগেরহাট ॥ পিয়াঙ্কা শিকদার নামে ১০ বছরের এক শিশু শিক্ষার্থী অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত হয়েছে। বুধবার রাতে শহরের দশানী এলাকায় বাগেরহাট-খুলনা সড়কে এ ঘটনা ঘটে। বাগেরহাট সদরের ডেমার বাঁশবাড়িয়া গ্রামে দাদু বাড়ি বেড়ানোর পর সে মা-বাবার সঙ্গে বাড়ির উদ্দেশে অটোভ্যান বাসস্ট্যান্ডে যাচ্ছিল। নিহত প্রিয়াঙ্কা চরখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের জগদিশ শিকদারের মেয়ে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসচাপায় সোহাগ মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের পিংলান এলাকার কুড়িল-বিশ্বরোড সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত সোহাগ মিয়া পিংলান এলাকার রমিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পিংলান এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে রাজধানীর উদ্দেশে রওনা হন সোহাগসহ চালক ও তিন যাত্রী। কুড়িল-বিশ্বরোড সড়কে উঠানো মাত্র কার্গো পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ মিয়া নিহত হন। আহত সাংবাদিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহত কুমারখালীর সাংবাদিক নাসির উদ্দিন (৪৬) সাতদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে হার মেনেছেন। বুধবার গভীর রাতে তিনি ঢাকার ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মারা যান। নাসির উদ্দিন কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সত্য খবর’ পত্রিকার সাংবাদিক ছিলেন। ১৮ নবেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার ভেড়ামারা যাবার পথে বারমাইলে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে ট্রাকের চাকা তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
×