ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে ছাত্রাবাসে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:০৭, ২৫ নভেম্বর ২০১৬

কুড়িগ্রামে ছাত্রাবাসে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শহরের কৃষ্ণপুর কলেজপাড়ার রোকন ছাত্রাবাস থেকে কাজল মিয়া (২২) নামের কুড়িগ্রাম সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এলাকাবাসী জানায়, বুধবার কলেজপাড়ার রোকন ছাত্রাবাসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল কাজল মিয়া। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার রুমের দরজা বন্ধ দেখে ছাত্রাবাসের অন্য ছাত্ররা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেল ৩টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কাজল মিয়া ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনীরাম গ্রামের মৃত তাহের উদ্দিনের পুত্র। সে কুড়িগ্রাম সরকারী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। বিএনপি নেতার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ নবেম্বর ॥ এক বিএনপি নেতা ও তার ভাইয়ের পরিচালিত থ্রি স্টার হোটেল নূরজাহানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও র‌্যাব-পুলিশের সদস্যদের নিয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেদ করে প্রায় ৩০ ফুট মাটির নিচ দিয়ে ওই হোটেলে গ্যাস লাইন নিয়ে হোটেল পরিচালনার চাঞ্চল্যকর এ অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। সরকারের বিপুল পরিমাণ গ্যাস চুরির করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন অভিজাত থ্রি স্টার হোটেল নূরজাহান দীর্ঘ বছর ধরে মহাসড়ক ছেদ করে বাখরাবাদ গ্যাসের নিজস্ব পাইপ লাইন থেকে প্রায় ৩০ ফুট মাটির নিচ দিয়ে চোরাইপথে ২ ইঞ্চি পাইপ লাইন দিয়ে গ্যাস চুরির মাধ্যমে ওই হোটেলটি পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে জেলার বিএনপি দলীয় বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও তার ভাই মোঃ রিপন হোটেলটি পরিচালনা করছেন।
×