ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে চাঁন মিয়া

প্রকাশিত: ০৫:০৬, ২৫ নভেম্বর ২০১৬

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে চাঁন মিয়া

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ নবেম্বর ॥ পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে চাঁন মিয়া নামে এক শারীরিক প্রতিবন্ধী। সে ঘাটাইল উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ডের ফজলুল হকের ছেলে। শারীরিক প্রতিবন্ধী চাঁন মিয়া ঘাটাইলের চান্দশী বিদ্যালয়ের শিক্ষার্থী। চাঁন মিয়ার মা রত্না বেগম বলেন, আমার ছেলের জন্য এই পৃথিবীতে কিছু একটা করে যেতে চাই। আমি আমার ছেলেকে কোন দিন প্রতিবন্ধী হিসেবে দেখিনি। ছেলেকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমার চেয়ে তার বাবার উৎসাহ অনেক বেশি। বিদেশ থেকে প্রতিনিয়ত ফোন করে ছেলের খোঁজ নেয়। জন্ম থেকেই তার দুটি হাত বিকল। তাই সে পা দিয়ে লেখাপড়া ও পরীক্ষা দিচ্ছে। রাজশাহীতে সাথী মামুন-অর-রশিদ, রাজশাহী থেকে জানান, জন্ম থেকেই একটি হাত নেই। অপর হাতটিও অকেজো। তাতে কি হয়েছে। নিজের অফুরন্ত প্রাণ শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছে সুমাইয়া আকতার সাথী নামের ১১ বছরের শিশু। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সাথী পায়ের আঙ্গুলে কলম ধরেই প্রশ্নের উত্তর দিচ্ছে। সাথী পবা উপজেলার মাঝিগ্রামের জাইদুল ইসলামের মেয়ে। সে জেলার পবার মাঝিগ্রাম ব্র্যাকস্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিবন্ধী হলেও লেখাপড়ায় সে অনেকের চেয়ে ভাল। সাথী শুধু লেখাপড়াতেই ভাল তা নয়, পায়ে পেন্সিল আর তুলি ধরে ছবি একেও সফল হয়েছে সে। মাত্র ৬ বছর বয়সে এই সাথী পা দিয়ে ছবি একে রাজশাহী বিভাগের সেরা চিত্রশিল্পী পুরস্কারও ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার পবার নওহাটা উচ্চ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষারত অবস্থায় দেখা মেলে সাথীর। পরীক্ষা শেষে হাসি মুখে সাথী জানায় ভাল পরীক্ষা দিচ্ছে সে।
×