ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ ফুটবলার জেরার্ডের অবসর

প্রকাশিত: ০৫:০৫, ২৫ নভেম্বর ২০১৬

ইংলিশ ফুটবলার জেরার্ডের অবসর

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন দুই বছর আগে। অর্থাৎ ২০১৪ সালে ইংল্যান্ড জাতীয় দলকে বিদায় জানান। তবে চালিয়ে যাচ্ছিলেন ক্লাব ফুটবল। এবার এই অধ্যায়েরও ইতি টানলেন। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টিভেন জেরার্ড। লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বৃহস্পতিবার এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন। মেজর লীগ সকারের দল এলএ গ্যালাক্সিতে আর ফিরবেন না বলে সপ্তাহ খানেক আগেই ঘোষণা দিয়েছিলেন। এবার জানিয়ে দিলেন আর নয় ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি। অবসরের ঘোষণা দিতে গিয়ে ৩৬ বছর বয়সী তারকা এই মিডফিল্ডার বলেন, আমার ভবিষ্যত নিয়ে সংবাদ মাধ্যমের সাম্প্রতিক গুঞ্জনের পর পেশাদার ফুটবল থেকে আমি আমার অবসরের বিষয়টি নিশ্চিত করতে পারি। অবিশ্বাস্য একটি ক্যারিয়ার ছিল আমার। লিভারপুল, ইংল্যান্ড আর এলএ গ্যালাক্সিতে প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সবাইকে বিশেষ করে আমার ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে আমি কৃতজ্ঞ। ১৯৯৮ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের দল লিভারপুলে অভিষেক হওয়া জেরার্ড নিজেকে সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত করেন। লিভারপুলের হয়ে ৭১০ ম্যাচ খেলা জেরার্ড ইংল্যান্ডের হয়ে মাঠে নামেন ১১৪টি ম্যাচে। ২০০০ সালে ইংলিশদের হয়ে অভিষেক হওয়ার পর গোল করেন ২১টি। ইংল্যান্ডের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড জেরার্ডের। ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন পিটার শিলটন (১২৫)। দুই নম্বরে আছেন ডেভিড বেকহ্যাম (১১৫)। জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে নিরবচ্ছিন্নভাবে খেলে চলেন জেরার্ড। নিপাট ভদ্রলোক হিসেবে খ্যাতি পাওয়া এই তারকার ২০১২ সালের নবেম্বরে অবসরের গুঞ্জন রটেছিল। ১৯৮০ সালের ৩০ মে ইংল্যান্ডের হুইস্টোন এ জন্ম নেয়া জেরার্ড দীর্ঘ জাতীয় দল ও ক্লাবের হয়ে অনেক গৌরবময় অর্জন করেছেন। মাঝমাঠের খেলোয়াড় হলেও দলের প্রয়োজনে আক্রমণভাগ এমনকি রক্ষণভাগেও খেলে থাকেন । দ্রুতগতির দৌড়, তীব্র শট এবং অনুপ্রেরণা যোগানোর জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়।
×