ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ তিন টেস্টে ভারতীয় দলে পরিবর্তন, ভুবনেশ্বরের পর ফিরেছেন পার্থিব প্যাটেল

চার বছর আগের স্মৃতিই অনুপ্রেরণা ইংল্যান্ডের

প্রকাশিত: ০৫:০৪, ২৫ নভেম্বর ২০১৬

চার বছর আগের স্মৃতিই অনুপ্রেরণা ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ ঠিক চার বছর আগে ভারত সফরে চার টেস্টের সিরিজ খেলেছে ইংলিশরা। সেবার সিরিজের প্রথম টেস্টেই ৯ উইকেটে হেরে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পরে আর ভারতকে জিততে দেয়নি তারা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরে গিয়েছিল এ্যালিস্টার কুকের দল। সেই স্মৃতিটাই এখন অনুপ্রেরণা দিচ্ছে দলটিকে। এবার শুরুটা বরং সেবারের চেয়েও ভাল হয়েছে। প্রথম টেস্টে দারুণ ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে ২৪৬ রানে হেরে কিছুটা পিছিয়ে পড়েছে। কিন্তু এখনও সিরিজের ৩ টেস্ট বাকি। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ কুকের দল। তবে স্বাগতিক দলও নিজেদের আরও গুছিয়ে নিতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে স্কোয়াডে। অভিজ্ঞ গৌতম গাম্ভীরকে ফিরিয়ে আনার পর তিনি ব্যর্থ হয়েছেন, তাই বাদ দেয়া হয়েছে। পেসার ভুবনেশ্বর কুমার দলে ফিরেছেন আবার। বুধবার রাতে আরেকটি পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন পর উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল জায়গা করে নিয়েছেন দলে। শনিবার ৫ ম্যাচ সিরিজের তৃতীয়টি মোহালিতে শুরু হবে। মাত্র ১৭ বছর ২৫৩ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। ২০০২ সালে সেই অভিষেক ম্যাচ খেলে তিনি হয়ে যান বিশ্বরেকর্ডের অধিকারী। টেস্ট ক্রিকেটের ১৩৯ বছরের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ উইকেটরক্ষক। পার্থিব মূলত দলে জায়গা করে নিয়েছেন নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হঠাৎ ইনজুরির কারণে। আট বছর পর তাই আবার জাতীয় দলে জায়গা পেলেন তিনি। ২০০৮ সালের ৮ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় সর্বশেষ টেস্ট খেলেছিলেন ৩১ বছর বয়সী পার্থিব। আগেরদিন দল থেকে শুধু বাদ দেয়া হয়েছিল অভিজ্ঞ ওপেনার গৌতম গাম্ভীরকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিরে ৫০ ও ২৯ রানের দুটি ইনিংস খেললেও রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৯ ও ০ রান করেছেন এ ওপেনার। এ কারণে বাদ দেয়া হয়েছে তাকে। নেয়া হয়েছে পেসার ভুবনেশ্বরকে। এছাড়া আর কোন পরিবর্তন নেই ভারতীয় দলে। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে খেলা একাদশ অপরিবর্তিতই থাকবে। কারণ স্পেশালিস্ট ওপেনার হিসেবে দলে শুধু লোকেশ রাহুল আর মুরালি বিজয়ই আছেন। বিসিসিআই এক বিবৃতিতে বলে, ‘পূর্ব সতর্কতা হিসেবে সাহাকে বিশ্রাম দেয়ার পরামর্শ রয়েছে। সে কারণে পরবর্তী টেস্টে খেলবেন না তিনি। কারণ পার্থিব তার স্থলাভিষিক্ত হচ্ছেন।’ উদীয়মান তরুণ ঋষভ পান্তকে নেয়ার গুঞ্জন উঠলেও এখনই তাকে জাতীয় দলে আনতে নারাজ বিসিসিআই। আর পার্থিব বাঁহাতি হওয়ার কারণে এবং অভিজ্ঞতা থাকায় পান্তর চেয়ে এগিয়ে গেছেন। এছাড়া নামান ওঝা ও দিনেশ কার্তিকও ছিলেন বিবেচনায়। তবে পার্থিবকে সুযোগ দেয়া হলো দীর্ঘদিন পর। ২০১৬-১৭ মৌসুমের রঞ্জি ট্রফিতে ৮ ইনিংসে ৫৯.২৮ গড়ে ৪১৫ রান করে তিনি আবার নজর কেড়েছেন। পার্থিব ২০ টেস্ট খেলে ৪১ ক্যাচ, ৮ স্ট্যাম্পিংয়ের পাশাপাশি ২৯.৬৯ গড়ে করেছেন ৬৮৩ রান। তবে এবার ইংল্যান্ড দলেও কিছু পরিবর্তন আসছে। তরুণ বেন ডাকেটের পরিবর্তে দলে এসেছেন জস বাটলার।
×