ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোয় বার্সিলোনা-ম্যানসিটি

প্রকাশিত: ০৫:০৩, ২৫ নভেম্বর ২০১৬

শেষ ষোলোয় বার্সিলোনা-ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণভোমরা লিওনেল মেসির নৈপুণ্যে ভর করে এক ম্যাচ হাতে রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সিলোনা। বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে কাতালানরা ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক স্কটিশ ক্লাব সেল্টিককে। বার্সার হয়ে দু’টি গোলই করেন মেসি। গ্রুপের আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডব্যাচের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ষোলোর টিকেট পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিও। ম্যাচটি ড্র হওয়ায় বার্সার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে। এ কারণে নকআউট পর্বে জার্মান পরাশক্তি বেয়ার্ন মিউনিখের সামনে না পড়াও নিশ্চিত হয়েছে পেপ গার্ডিওলার দলের। সিটি ও বেয়ার্নের নিজেদের গ্রুপে দ্বিতীয় হওয়া নিশ্চিত হয়েছে। ‘ডি’ গ্রুপে রাশিয়ান ক্লাব রোস্টভের কাছে ৩-২ গোলে হেরেছে বেয়ার্ন। আর আইন্দহোভেনকে ২-০ গোলে হারিয়ে টানা পাঁচ জয় পেয়েছে এ্যাটলেটিকো। দু’টি দলেরই প্রি-কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে। ‘এ’ গ্রুপ থেকে আর্সেনাল ও পিএসজির আগেই শেষ ষোলো নিশ্চিত হয়েছিল। পরশুর ম্যাচটি ছিল তাদের জন্য মর্যাদার। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজের এই লড়াই ২-২ গোলে ড্র হয়েছে। ‘বি’ গ্রুপ থেকে তিনটি দলের ভাগ্য নির্দারণ হবে শেষ গ্রুপ ম্যাচে। নেপোলি, বেনফিকা ও বেসিকটাস সবারই আছে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ। পরশু রাতে বেসিকটাস-বেনফিকা ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। আর ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূন্য ড্র করে নেপোলি। গ্লাসগোর সেল্টিক পার্কে স্বাগতিকদের বিরুদ্ধে বার্সিলোনাকে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ২৪ মিনিট পর্যন্ত। বাঁপ্রান্ত থেকে নেইমারের ক্রসে ডিবক্সের মধ্যে বল পেয়ে মেসি প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন। বলটি পোস্ট ঘেঁষে জালে জড়ায়। বিরতির পর ৫৫ মিনিটে সেই মেসিই দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষ ডিফেন্ডার এমিলিও আর্টুরো নিজেদের সীমানায় বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে এই আর্জেন্টাইন তারকা গোল করেন সহজেই। ৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণের দারুণ সুযোগ হাতছাড়া করেন মেসি। বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে দারুণ শট পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে। এই ম্যাচে হ্যাটট্রিক করতে না পারলেও এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসিই। এটি তার নবম গোল। চ্যাম্পিয়ন্স লীগে এখন মেসির মোট গোল ৯২টি। আর জাতীয় দল ও ক্লাবের হয়ে এ মৌসুমে তার গোল ১৮ ম্যাচে ২০টি। বরুশিয়ার ঘরের মাঠে রাফায়েলের গোলে ২৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগিতক জার্মান ক্লাব। কিন্তু কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে ডেভিড সিলভা বিরতির ঠিক আগে ম্যাচে সমতা এনে দেয় সিটিকে। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লারস স্টিনডিল ও ফার্নান্ডিনহো দু’জনই ১২ মিনিটের ব্যবধানে মাঠ ত্যাগ করলে বাকি সময়টা বরুশিয়া ও সিটিকে ১০ জন নিয়ে খেলতে হয়। ম্যাচ শেষে বেলজিয়ামের ডি ব্রুইনে বলেন, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। কিন্তু এটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কিন্তু আমরা খুশি যে শেষ ১৬ নিশ্চিত করতে পেরেছি। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ব্লেইস মাতোদির ক্রসে এডিনসন কাভানি গোল করে ১৮ মিনিটে পিএসজিকে লিড এনে দেন। কিন্তু বিরতির ঠিক আগ মুহূর্তে এ্যালেক্সিস সানচেজের আদায় করা পেনাল্টি থেকে অলিভার জিরুড আর্সেনালকে সমতায় ফেরান। ৬০ মিনিটে মার্কো ভেরাট্টির আত্মঘাতী গোলে আর্সেনাল গ্রুপের শীর্ষ স্থানের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৭৭ মিনিটে হাতেম বেন আরফার কর্নার থেকে লুকাসের হেড এ্যালেক্স ইয়োবির গায়ে লেগে ডেভিন ওসপিনাকে পরাস্ত করলে আর্সেনালের তিন পয়েন্ট পাওয়া হয়নি। ম্যাচে দু’দলই একটি করে আত্মঘাতী গোল হজম করে। ম্যাচ শেষে আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বলেন, ম্যাচে আমরা ভালভাবেই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু প্রাধান্য বিস্তার করতে পারিনি। সবচেয়ে বাজে দিক হলো ২-১ গোলে এগিয়ে থেকেও আমরা তাদের সুযোগ করে দিয়েছি। কর্নার থেকে তাদের গোল উপহার দেয়াটা সত্যিই দুঃখজনক।
×