ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর ফাঁকির মামলায় দুই বছরের জেল হচ্ছে নেইমারের!

প্রকাশিত: ০৫:০২, ২৫ নভেম্বর ২০১৬

কর ফাঁকির মামলায় দুই বছরের জেল হচ্ছে নেইমারের!

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় যোগ দেন নেইমার। এরপর থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। কিন্তু কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই মামলা-মোকদ্দমার শিরোনাম থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছেন না নেইমার। তবে এবার একটু বেশিই চাপের মধ্যে পড়ে গেছেন বার্সিলোনার এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সবকিছুর শেষে দুর্নীতির অভিযোগে নেইমারের দুই বছরের জেল চাইলেন স্পেনের সরকারী আইনজীবী। সেইসঙ্গে রয়েছে বিশাল অর্থের জরিমানাও। নেইমারের সঙ্গে বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন ক্লাবটির সাবেক সভাপতি সান্দ্রো রোসেলও। কেননা তখন যে বার্সিলোনার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। ঘটনাটা এখন প্রায় সব ফুটবলপ্রেমীদেরই জানা। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেন নেইমার। তখনই কর ফাঁকির জন্য নেইমার জালিয়াতি করেন বলে অভিযোগ আনা হয়। সেই যে শুরু, এরপর থেকেই চলছে মামলা। এই মুহূর্তে যা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির সৃষ্টি করেছে। কারণ স্প্যানিশ আইনে কর ফাঁকি অত্যন্ত বড় অভিযোগ। যে অভিযোগে কাউকেই ছাড় দেয়া হয় না। তাই তো এমন অভিযোগে ফেঁসেছেন নেইমারের ক্লাব সতীর্থ লিওনেল মেসিও। বর্তমান বিশ্বফুটবলের বিস্ময় মেসি। কিন্তু তারপরও মিলছে না মুক্তি। বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারকেও ২১ মাসের জেল দিয়েছে দেশটির আদালত। যদিওবা সেই মামলা এখনও চলছে। স্পেনের আইনে আবার জেলের মেয়াদ দুই বছর হলে সেটা এড়ানোর জন্য আবেদন করা যায়। বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার অবশ্য সেটাই করছেন। তবে এসব কর্মকা-ে আর্জেন্টাইন তারকা যে চরম বিরক্ত তা আর বলার অপেক্ষা রাখে না। যে কারণেই সাম্প্রতিক সময়ে মেসির কাতালান ক্লাব ছাড়ার গুঞ্জনের একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মামলা সংক্রান্ত জটিলতা। সাম্প্রতিক সময়ে কর ফাঁকির মামলার কারণে বার্সা ছাড়তে পারেন বলে গুঞ্জন ছিল নেইমারেরও। প্রতিভাবান এই ফুটবলারকে দলে ভেড়াতে বিশ্বের নামি-দামি ক্লাবগুলোও তো মুখিয়ে রয়েছে। তবে যত ধরনের জটিলতার মধ্যেই থাকুক না কেনÑ লিওনেল মেসি আর নেইমার আসলেই বার্সিলোনা ছাড়বেন কিনা সেটা কেবল বলতে পারবে সঠিক সময়। এদিকে বড় ধরনের শাস্তির মুখে বার্সিলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলও। মামলা সংক্রান্ত ঝামেলার কারণেই মূলত ২০১৪ সালে ক্লাবটির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তারপরও মুক্তি মিলছে না তার। এর পেছনের মূল কারণ হলো ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের ট্রান্সফারের সময় তিনিই যে সভাপতির দায়িত্বে ছিলেন। বুধবার বিচারপতি জোস পার্লস সাফ জানিয়ে দিয়েছেন যে, বার্সিলোনার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের জেল এবং ক্লাবকে ৮.৪ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে। রোসেল, নেইমার এবং তার বাবাকে অবশ্যই আদালতের মুখোমুখি হতে হবে। এদিকে সান্তোসের স্ট্র্যাটেজিক পার্টনার ডিআইএস তো আরেক কাঠি সরেস। স্পেনের আদালত যখন নেইমারের দুই বছরের জেল দাবি করছেন তখন তারা সর্বোচ্চ শাস্তি হিসেবে পাঁচ বছরের জেল দাবি করেছেন। তাদের দাবি, নেইমার অবশ্যই দোষী। যে কারণে জেলের পাশাপাশি ১৬০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তারা। সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেয়ার পর থেকে দুটি করে লা লিগা ও কোপা ডেলরের শিরোপা জিতেছেন। এছাড়া একবার করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, ইউরোপিয়ান সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ২৪ বছর বয়সী নেইমার।
×