ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাল ছেড়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

প্রকাশিত: ০৫:০২, ২৫ নভেম্বর ২০১৬

হাল ছেড়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

স্পোর্টস রিপোর্টার ॥ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত। আর দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। এতেই বোঝা যাচ্ছে, হাল ছেড়ে দেয়া ভাব। যদিও আজ কুমিল্লার কোন ম্যাচ নেই। শনিবার আছে। তবুও ৭ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া দলটিতো সবচেয়ে বেশি সিরিয়াস থাকবে। তাই না। কিন্তু তা দেখা গেল না। সেই সিরিয়াস ভাব আসলে এ মুহূর্তে আসারও কথা নয়। দলের ক্রিকেটাররা যে বুঝে গেছেন, সেরা চারে খেলা কঠিন। সেরা চারে থাকা অসম্ভব প্রায়। একটি জয়ই সব বদলে দিতে পারে। টানা পাঁচ ম্যাচ হারের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেটারদের মুখে এমন কথাই শোনা গেছে। ষষ্ঠ ম্যাচে গিয়ে জয় মিলেছেও। কিন্তু সেই বদলে যাওয়া কুমিল্লাকে শেষ পর্যন্ত পাওয়া যায়নি। ঘুমন্ত কুমিল্লাকেই মিলেছে। এবার কি হলো কুমিল্লার। গত আসরে শক্তিশালী দল ছিল না। সেরা দলও ছিল না। এরপরও শিরোপা জিতেছে। মাশরাফির নেতৃত্বেরই ছোঁয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। অথচ এবার কিনা একাধিক জয় তুলে নিতেই পারছে না। হাতে আছে আর ৫টি ম্যাচ। টানা ৫ ম্যাচে জিতলে ১২ পয়েন্ট হবে। পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট যোগ হলেও সেরা চারে খেলার নিশ্চয়তা মিলছে না। অন্য দলগুলো যে অনেক এগিয়ে। আর তাই হয়তো হেলা ভাব চলে এসেছে। দল যে সেরা চারে খেলতে পারবে না, সেই সম্ভাবনাও ক্রিকেটারদের যেন জানা হয়ে গেছে। অধিনায়ক তাই আগাম ক্ষমাও চেয়ে নিয়েছেন। বুধবার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গিয়ে কুমিল্লার ভক্ত-সমর্থক এবং ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশে ক্ষমা চান। বলেন, ‘হতাশ হওয়াটা অস্বাভাবিক কিছু না, সেটা আমি স্বাভাবিকভাবেই দেখি। কারণ, বিপিএল মানে ফ্র্যাঞ্চাইজিদের জন্য শুধু একটি টুর্নামেন্টই না বা টাকা খরচ করাই না। তাদের একটি লক্ষ্যও থাকে, চাওয়া পাওয়া থাকে সামাজিক অবস্থান থাকে। আমিও সেটা বুঝি। কিন্তু আমি বলব এটা শুধুই একটা খেলা এখানে অনেক কিছুই পরিবর্তন হয়। ওনাদের কথা নাই ভাবলাম। কিন্তু আমাদেরও খারাপ লাগে, কেননা আমরা দল হিসেবে পারফর্ম করছি না।’ সঙ্গে যোগ করেন, ‘আপনি যদি আমাদের পাঁচটি ম্যাচ দেখেন তাহলে বলবেন, আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলতে পারিনি। যেটা অন্যান্য দল খেলেছে। আমাদের অবস্থান এখন সবার নীচে। একই সঙ্গে এও ঠিক ওপরে ওঠার সুযোগ এখন বলতে গেলে নেই। আমরা যদি সব ম্যাচ জিতি তখনও হয়তো বা হবে না। এমন অবস্থায় আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’ মাশরাফির কষ্টটাই সবচেয়ে বেশি হওয়ার কথা। গত টানা তিন আসরে চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক মাশরাফি। শিরোপা নিজ হাতে তুলে ধরেছেন। প্রথম দুইবার ঢাকার (আগের দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স) হয়ে শিরোপা জিতেছেন। গত আসরে দুর্বল কুমিল্লাকেও চ্যাম্পিয়ন করান। কিন্তু এবার যেন মুদ্রার উল্টো পিঠই দেখতে পেয়েছেন মাশরাফি। তলানিতেই আছে তার দল। শেষ পর্যন্ত তলানিতেই থাকাই নিয়তি হয় কিনা, সেটিই এখন দেখার বিষয়।
×