ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী বছর ২২ দিন সরকারী ছুটি

প্রকাশিত: ০৪:৫৯, ২৫ নভেম্বর ২০১৬

আগামী বছর ২২ দিন সরকারী ছুটি

বিশেষ প্রতিনিধি ॥ আগামী বছরে মোট ২২ দিন সরকারী ছুটি ভোগের সুযোগ পাবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। এর মধ্যে ১০ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০১৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০১৭ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারী ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১০ দিনই শুক্র-শনিবার। জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান মিলিয়ে এবার সাধারণ ছুটি ১৪ দিন, এসব ছুটির মধ্যে ছয় দিন পড়েছে শুক্র-শনিবার। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে আট দিন সরকারী ছুটি থাকবে। এর মধ্যে চারটি ছুটির দিন হবে শুক্রবার। বিভিন্ন সম্প্রদায়ভুক্ত কর্মচারীদের ধর্মীয় পর্ব উপলক্ষে এবারও তিন দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, পার্বত্য এলাকা বা এর বাইরে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে দুই দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে একদিন পড়েছে সাপ্তাহিক ছুটি। যাত্রাবাড়ীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে যাত্রাবাড়ী থানার পুলিশ মাতুয়াইল মেডিক্যাল রোড এলাকা থেকে মাহফুজ খান প্রতীক (২৬) নামের ওই অস্ত্রধারীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৪ রাউন্ড তাজা বুলেটসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। প্রতীক একাধিক মামলার আসামি বলে পুলিশ জানায়।
×