ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়া আয়কর সপ্তাহের উদ্বোধন ও করদাতাদের সম্মাননা

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ নভেম্বর ২০১৬

বগুড়া আয়কর সপ্তাহের উদ্বোধন ও করদাতাদের সম্মাননা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার প্রয়াসে কর অঞ্চল বগুড়ার উদ্যোগে বৃহস্পতিবার সকালে আয়কর সপ্তাহের উদ্বোধন করা হয়। বগুড়া বিয়াম ফাউন্ডেশন কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আয়কর সপ্তাহের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মান্নান। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের মধ্যে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। চার জেলা নিয়ে গঠিত বগুড়া কর অঞ্চলের আওতায় বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ২৮ জন করদাতাকে সম্মানান সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়। কর অঞ্চল বগুড়ার কর কমিশনার একেএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া জোনাল কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে কর অঞ্চল বগুড়ার অতিরিক্ত কর কমিশনার খালেদ শারিফ আরেফিন আয়কর সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের সকল উন্নয়নের অক্সিজেন রাজস্ব। বরিশালের ৪৯ করদাতাকে সম্মাননা প্রদান স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘সুখী স্বদেশ গড়তে ভাই- আয়করের বিকল্প নাই’ সেøাগানকে সামনে রেখে বরিশাল বিভাগের জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের বৃহস্পতিবার সকালে সম্মাননা, সনদপত্র প্রদান ও আয়কর সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। নগরীর হোটেল গ্রান্ড পার্কের হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। বরিশাল কর অঞ্চলের প্রধান মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত কর কমিশনার আশরাফুজ্জামান। সম্মাননা অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার সর্বোচ্চ করদাতা শওকত হাছানুর রহমান এমপি, ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান, পিরোজপুরের সংসদ সদস্য মোঃ আওয়ালের স্ত্রী শায়লা পারভীনসহ বিভাগের ছয় জেলার ৪৯ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
×