ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব বৃদ্ধি ১১ শতাংশ

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ নভেম্বর ২০১৬

তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব বৃদ্ধি ১১ শতাংশ

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৫ শতাংশ। একই সময় ২.৫ জি ও ৩ জি নেটওয়ার্ক বিস্তারে অপারেটরটি ব্যয় করেছে ২৯০ কোটি টাকা। তৃৃতীয় প্রান্তিকের অর্থনৈতিক ফালফল জানিয়ে আজ বৃহস্পতিবার, রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবসার প্রসারের কারণে রাজস্ব বৃদ্ধি পেলেও বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধনের বাইরে থাকা সিম বন্ধ করে দেয়ায় গ্রাহক সংখ্যা কিছুটা কমে ২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিম বন্ধ করে দেয়া এবং এর ফলে নতুন সংযোগ গ্রহণের হার কমে যাওয়ার কারণে চলতি বছরে গ্রাহক সংখ্যা কমেছে। ফলে চ্যালেঞ্জ নিয়েই ২০১৬ সালের শুরু। সকল মোবাইল সেবার ওপর বাড়তি ১ শতাংশ সারচার্জ ও ২ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার ফলে মোবাইল ফোন সেবা গ্রহণ আরও ব্যয়বহুল হওয়ায় প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধনের পর রবি’র গ্রাহক সংখ্যা ২ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে যা দেশের মোট মোবাইল ফোন গ্রাহকের ২০ দশমিক ৫ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর মোট রাজস্ব ১ শতাংশ কমেছে, অন্যদিকে ইন্টারনেট সেবা থেকে রাজস্ব বৃদ্ধির পরিমাণ আশাব্যঞ্জক- ৩৪ দশমিক ১ শতাংশ। ৩.৫জি ও ২.৫জি ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির জন্য নেটওয়ার্ক খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী ডাটা অফারের ফলে ইন্টারনেট থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে রবি’র পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) ৩২ দশমিক ৭ শতাংশ। দেশজুড়ে নেটওয়ার্কের আধুনিকায়ন ও বাড়তি করারোপের ফলে প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেনি রবি। -বিজ্ঞপ্তি
×