ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থবছরের প্রথম প্রান্তিক

এলসি খোলা বেড়েছে ১০ শতাংশ

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ নভেম্বর ২০১৬

এলসি খোলা বেড়েছে ১০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিভিন্ন পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার হার ও নিষ্পত্তি দুই বেড়েছে। এ সময় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে এলসি খোলা বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। আর নিষ্পত্তি বেড়েছে ১৬ দশমিক ৯৭ শতাংশ। এ সময় মূলধনী যন্ত্রপাতি, জ্বালানি তেল ও খাদ্যপণ্যের এলসি খোলা বেড়েছে। তবে শিল্পের কাঁচামাল আমদানির এলসি খোলা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে (প্রথম প্রান্তিক) বিভিন্ন পণ্য আমদানিতে এলসি খোলা হয়েছে ১ হাজার ৭৭ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯৭৭ কোটি ৮৯ লাখ ডলার। অন্যদিকে এ সময় বিভিন্ন পণ্য আমদানিতে ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ১ হাজার ১৬০ কোটি ৯৯ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময় ছিল ৯৯২ কোটি ৫৭ লাখ ডলার। প্রতিবেদন অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে খাদ্যপণ্য ও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলার হার অনেক বেড়েছে। এ সময় খাদ্যপণ্যের মধ্যে চাল ও গমের আমদানি ঋণপত্র খোলা হয়েছে ৪৪ কোটি ৪৩ লাখ ডলারের, যা আগের অর্থবছরের একই সময় ছিল ৩৩ কোটি ১৯ লাখ ডলার। সে হিসাবে খাদ্যপণ্য আমদানিতে ঋণপত্র খোলা বেড়েছে ৩৩ দশমিক ৮৪ শতাংশ। তবে খাদ্যপণ্য আমদানিতে ঋণপত্র নিষ্পত্তি কমেছে ৩৫ দশমিক ২৫ শতাংশ। এ সময় এই পণ্যগুলোর এলসি নিষ্পত্তি হয়েছে ১৯ কোটি ৪৯ লাখ ডলারের। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩০ কোটি ১০ লাখ ডলার। এ সময় মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলা হয়েছে ১০৩ কোটি ৬৭ লাখ ডলার, যা আগে অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ৮৭ কোটি ৫৩ লাখ ডলার। সে হিসেবে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলা বেড়েছে ১৮ দশমিক ৪৪ শতাংশ। একই সময় রেকর্ড পরিমাণ মূলধনী যন্ত্রপাতির নিষ্পত্তি হয়েছে। যার পরিমাণ ১৮০ কোটি ৮৩ লাখ ডলার। যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময় ছিল মাত্র ৮২ কোটি ডলার। এ হিসেবে মূলধনী যন্ত্রপাতির নিষ্পত্তি বেড়েছে ১২০ দশমিক ৩৯ শতাংশ। প্রতিবেদনে দেখা যায়, এ সময় পেট্রোলিয়াম তথা জ্বালানি তেল আমদানির ঋণপত্র খোলা ৩ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৫৯ কোটি ৯০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময় ছিল ৫৭ কোটি ৯৫ লাখ ডলার। পেট্রোলিয়ম পণ্যের এলসি খোলা বাড়লেও নিষ্পত্তি কমেছে ১৭ দশমিক ১৭ শতাংশ। এ সময় এই পণ্যটির এলনিস নিষ্পত্তি হয়েছে ৪৯ কোটি ৮১ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময় ছিল ৬০ কোটি ১৪ লাখ ডলার। প্রতিবেদনে আরও দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম তিন মাসে শিল্পের কাঁচামালের আমদানি ঋণপত্র খোলা ৩ দশমিক ৬৩ শতাংশ কমলেও নিষ্পত্তি বেড়েছে ১১ দশমিক ৩৩ শতাংশ। এ সময় শিল্পের কাঁচামাল আমদানি ঋণপত্র খোলা হয়েছে ৩৭৯ কোটি ৫৫ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময় ছিল ৩৯৩ কোটি ৮৭ লাখ ডলার। আর এ সময় মূলধনী যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি হয়েছে ৪০৩ কোটি ৫৩ লাখ ডলার। যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে ছিল ৩৬২ কোটি ৪৬ লাখ ডলার।
×