ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭১ ভাগ সরকারী কোম্পানির মুনাফা কমেছে

প্রকাশিত: ০৪:৫৪, ২৫ নভেম্বর ২০১৬

৭১ ভাগ সরকারী কোম্পানির মুনাফা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫ সালের তুলনায় চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারী কোম্পানির শেয়ারগুলোর আয় কমেছে। বাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাদে তালিকাভুক্ত ১৭ সরকারী কোম্পানির মধ্যে প্রায় ৭১ শতাংশ কোম্পানির শেয়ারের প্রবৃদ্ধি কমেছে। এতে বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানে বড় ধরনের প্রভাব পড়েছে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, সরকারী কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বৃদ্ধি, সুদের হার কমে আসা, পণ্য বিক্রির প্রবৃদ্ধি কমে যাওয়া, আইপিপিকে তেল আমদানির সুযোগ দেয়াসহ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা সমস্যা রয়েছে। তাতে সমাপ্ত হিসাব বছরে সরকারী কোম্পানিগুলোর আয়ে প্রভাব পড়েছে বলে দাবি তাদের। এক বছরের ব্যবধানে ইস্টার্ন কেবলসের আয় কমেছে প্রায় ৬০ শতাংশ। ২০১৫ সালে এই কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৩ টাকা ৩৬ পয়সা, ২০১৬ সালে তা ১ টাকা ৩৫ পয়সায় নেমে এসেছে। ডেসকোর ইপিএস ৪ টাকা ৩২ পয়সা থেকে ১ টাকা ২২ পয়সা হয়েছে। এই কোম্পানির ইপিএস কমেছে প্রায় ৭২ শতাংশ। যমুনা অয়েলের আয় কমেছে প্রায় ১৩ শতাংশ। শ্যামপুর সুগার মিলস এবং ঝিলবাংলা সুগার মিলস গত বছরের মতো এবারও বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দিতে পারেনি। আলোচ্য বছরে সরকারী খাতের ৫ কোম্পানি লোকসান করেছে। তবে দুয়েকটি কোম্পানির ক্ষেত্রে বিপরীত চিত্রও আছে। ২০১৬ সালে ন্যাশনাল টি কোম্পানির ইপিএস বেড়েছে ৮৫ শতাংশ। ইস্টার্ন লুব্রিকেন্টসের আয় বেড়েছে ১১৩০ শতাংশ। আর পাওয়ার গ্রিড কোম্পানির ইপিএস বেড়েছে ১৯৬ শতাংশ। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ বলেন, আসলে সরকারি কোম্পানিগুলোর ম্যানেজমেন্টে বড় ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যা থেকে কোম্পানিগুলো পরিত্রাণ পাচ্ছে না। বার বার কোম্পানিগুলোর অধিকাংশ শেয়ার অফলোড করার কথা থাকলেও তা করা হচ্ছে না। এতে করে তিতাসের মতো ঘটনা ঘটছে। আস্থা হারাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। প্রভাব পড়ছে শেয়ারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্চেন্ট ব্যাংক কর্মকর্তা বলেন, একেক কোম্পানির মুনাফা কমার পেছনে একেক কারণ রয়েছে। আবার কিছু কোম্পানি যেন লোকসান করতে পছন্দ করে। ওই কর্মকর্তা আরও বলেন, নতুন বেতন কাঠামো কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বাড়িয়েছে। সেই হিসাবে মুনাফা বাড়েনি। সুদের হার কমে যাওয়ায় মুনাফায় এর প্রভাব পড়েছে। আবার অনেকের সেলস কমে গেছে।
×