ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:৫২, ২৫ নভেম্বর ২০১৬

অন্যরকম

নগ্ন হয়ে প্রতিবাদ সামনে শীত। সবার শরীরে উঠবে শীতের পোশাক। কিন্তু মার্কিন অভিনেত্রী, প্রযোজক, লেখিকা ও অধিকার কর্মী এ্যালিসিয়া সিলভারস্টোন মনে করেন পশমী পোশাক পরার চেয়ে নগ্ন থাকা ভাল। দ্য ক্রাশ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখা এই অভিনেত্রী ১৯৯৪ সালে এমটিভি মুভি এওয়ার্ড ফর বেস্ট ব্রেকথ্রু পারফরমেন্স পুরস্কার জেতেন। বর্তমানেও তিনি বেশ জনপ্রিয়। পশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি নগ্ন পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। ৪০ বছর বয়সী এই নায়িকা পিছন ফিরে দাঁড়ানো। তার হাতে একটি ভেড়ার মুখোশ। শরীরে কাপড় তো দূরের কথা একটি সুতা পর্যন্ত নেই। একটি খোলা স্থানে তিনি দাঁড়িয়ে আছেন। মুখ ঘুরিয়ে তাকিয়েছেন পিছনে। সে অবস্থায় ধরা পড়লেন তিনি। পেটা’র ওই বিজ্ঞাপনে তাকে এভাবেই তুলে ধরা হয়েছে। তাতে ইংরেজীতে লেখা কয়েকটি কথা। সেগুলোর অর্থ হলো- উলের পোশাক পরার চেয়ে আমি বরং নগ্নই থাকব। -হাফিংটন পোস্ট ডিমই ভরসা নোট বাতিলের জেরে ভারতে কমে গিয়েছিল ডিমের দাম। এক হালি ডিমের দাম ১৪ রুপিতে নেমে এসেছিল। তাই বেড়েছিল চাহিদাও। মাছের দাম বেড়ে যাওয়ায় ডিমের দিকেই ঝুঁকেছিলেন সাধারণ মানুষ। চাহিদার অভাবে পচতেও শুরু করেছিল বিভিন্ন দোকানে মজুত করে রাখা ডিম। ব্যবসায়ীদের হাতে নগদের অভাবে নতুন ডিমের জোগানেও পড়েছে ভাটার টান। নোটের অভাবে বাইরে থেকে পণ্য বোঝাই ট্রাকও বেশ কম আসছে। খুচরোর সঙ্গে সঙ্গে প্রভাব পড়েছে পাইকারি বাজারেও। তবে ব্যবসায়ীদের মতে, পাইকারি বাজারের থেকে বেশি প্রভাব পড়েছে খুচরো বাজারে। ৫শ’ রুপির নতুন নোট এখনও বেশিরভাগ মানুষের কাছে পৌঁছেনি। -আজকাল
×