ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিবরিয়া হত্যা মামলায় মেয়র গউসের জামিন

প্রকাশিত: ০০:৫৮, ২৪ নভেম্বর ২০১৬

কিবরিয়া হত্যা মামলায় মেয়র গউসের জামিন

স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র বিএনপি নেতা জি কে গউসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।তার পক্ষে করা জামিন আবেদনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আদালতে আসামিপক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট নাসরিন খন্দকার ও মাসুদ রানা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে গউসের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা জানান, জামিন শুনানিতে বলেছি কিবরিয়া হত্যা মামলায় বর্তমান সরকারের আমলে প্রথমে তিনবার অভিযোগপত্র দেয়া হয়েছে। ওই তিনবার দেয়া অভিযোগপত্রে গউসের নাম ছিল না। পরে চতুর্থবারের অভিযোগপত্রে তার নাম অন্তভুক্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গ্রেফতার অপর চার আসামি জয়নাল আবেদীন সেলিম, জমির আলী, মো. তাজুল ইসলাম ও মো. সাহেদ আলীর স্বীকারোক্তি নেয়া হয়।
×