ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীর ডিসির অপসারনের দাবিতে আ’লীগের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০০:০৪, ২৪ নভেম্বর ২০১৬

নরসিংদীর ডিসির অপসারনের দাবিতে আ’লীগের বিক্ষোভ  মিছিল

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের অসারনের দাবিতে আওয়ামীলীগ, সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । পাঁচ সহস্রাধিক নারী পুরুষ আজ বৃহষ্পতিবার সকালে নরসিংদী সরকারী কলেজ থেকে মিছিল নিয়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে আসার পথে নরসিংদী প্রেসক্লাবের সনু¥খে পৌছলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধা উপেক্ষা করে বিক্ষুব্দ জনতা জেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে জেলা প্রশাসকের অপসারনের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।এসময় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলাখানার মোড় থেকে শহরের ব্রাক্ষন্দী মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কে শত শত যানবাহন ও পথচারীরা আটকে পড়ে । আওয়ামীলীগের একটি সুত্র জানায়, সম্প্রতি প্রধান মন্ত্রীর কার্যালয়ে পাঠানো জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের একটি গোপন প্রতিবেদন ফাঁস হয়ে যায়। প্রতিবেদনে নরসিংদী পৌর সভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও দৈনিক জনকন্ঠ, ইনকিলাব,চ্যানেল এটিএন বাংলা ও বাংলাভিশন নরসিংদী সংবাদাতাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য উল্লেখ্য করা হয়েছে। এই তথ্য ফাঁস হওয়ার পর প্রশাসনের সঙ্গে জেলা আওয়ামীলীগের দায়ীত্বে থাকা নেতা কর্মীদের বিরোধ অনেকটা প্রকাশ্যে রুপ নেয় । গত সোমবার থেকে ধারাবাহিক ভাবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসুচি অব্যহত রাখে । নেতা কর্মীরা ৭ দিনের মধ্যে জেলা প্রশাসককে নরসিংদী থেকে অপসারনের সময় বেধে দেন। অপর দিকে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় আওয়ামীলীগের সঙ্গে আমার কোন দুরত্ব নেই । কেউ আমার সঙ্গে দুরত্ব তৈরী করলে সেটা তাদের ব্যাপার। সরকারী নিতি মালা অনুযায়ী আমার দায়ীত্ব আমি শতভাগ সততার সঙ্গে পালন করে যাচ্ছি ।তিনি আরো বলেন আমি ভুল করলে তদন্তেই তা প্রমানিত হবে। আর রোকেয়া পদক জেলা ভিত্তিক নয় । সারা বাংলাদেশে দুজন নারীকে দেয়া হবে। আর নরসিংদী থেকে নির্বাচক বোর্ড যার নাম প্রস্তাব করেছে তিনি আমার মা। কিন্ত জেলা প্রশাসকের মা হিসেবে নয়, কর্মগুনের কারনেই নির্বাচক বোর্ড তাঁর নাম প্রস্তাব করেছে ।
×