ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ২২:৫৭, ২৪ নভেম্বর ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে বুধবারের তুলনায় বড় ব্যবধানে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮১৯ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন। বুধবার ডিএসইতে এক হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, বে´িমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিটি ব্যাংক, কাসেম ড্রাইসেল, পেনিনসুলা চট্টগ্রাম, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও ড্রাগন সোয়েটার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীন স্কীম ২, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পেনিনসুলা চট্টগ্রাম, জেনারেশন নেক্সট ফ্যাশন, এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পপুলার লাইফ, ডরিন পাওয়ার ও ১ম জনতা মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বঙ্গজ, মডার্ন ডাইং, মিথুন নিটিং, ন্যাশনাল টি, এবি ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, আনালিমা ইয়ার্ন ও মেঘনা কনডেন্স মিল্ক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বে´িমকো, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, পেনিনসুলা চট্টগ্রাম, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, সি অ্যান্ড এ টেক্সটাইল, সামিট পাওয়ার ও এবি ব্যাংক।
×